E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে যৌতুক মামলায় যুবকের সশ্রম কারাদন্ড

২০১৪ জুলাই ০৮ ১৮:০৮:২৩
শেরপুরে যৌতুক মামলায় যুবকের সশ্রম কারাদন্ড

শেরপুর প্রতিনিধি : শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের দায়ে মাসুদ মিয়া (৩০) নামে এক যুবকের একবছরের সশ্রম কারাদন্ড হয়েছে। মঙ্গলবার বিকেলে শেরপুরের ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আ.ন.ম ইলিয়াস ওই সাজার রায় ঘোষণা করেন।

জানা যায়, দন্ডিত মাসুদ মিয়া বর্তমানে পলাতক রয়েছে।

আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৭ মার্চ শেরপুর শহরের কসবা কাচারীপাড়া মহল্লার দরিদ্র পরিবারের সন্তান ইয়াসমীন বেগমকে বিয়ে করে শ্রীবরদী উপজেলার রহমতপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মাসুদ মিয়া। এরপর তাদের ঘরে জন্ম নেয় ২ জমজ পুত্রসহ ৩ পুত্র সন্তান। কিন্তু টানা-পোড়েনের সংসারে স্বামী মাসুদ প্রায়ই অত্যাচার-নির্যাতন চালাত স্ত্রী ইয়াসমিনের প্রতি। একপর্যায়ে ২০১২ সালের ২২ জানুয়ারী ৪০ হাজার টাকা যৌতুকের দাবিতে ৩ সন্তানসহ স্ত্রীকে মারপিট করে তাড়িয়ে দেয় স্বামী মাসুদ।

পিতৃহীন ও ভাই-বোন না থাকায় ইয়াসমীনের মা ঢাকায় ঝি-এর কাজ করায় সে নাবালক ৩ সন্তানসহ আশ্রয় নেয় কসবা কাচারীপাড়ায় থাকা আপন খালা মর্জিনার বাড়িতে। এরপর একই বছরের ১৫ মার্চ সে জেলা লিগ্যাল এইড কমিটির সহায়তায় শেরপুরের সিআর কগনিজেন্স ম্যাজিষ্ট্রেট আদালতে স্বামী মাসুদ মিয়ার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় একটি মামলা দায়ের করে।

ওই মামলায় স্বামী মাসুদ স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করার শর্তে আদালত থেকে জামিন নিলেও পরবর্তীতে সে লাপাত্তা হয়ে যায়। ফলে তার অনুপস্থিতিতেই চলে বিচারিক কার্যক্রম। বাদীসহ ৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার ওই সাজা দেন।

মামলাটি লিগ্যাল এইড কমিটির পক্ষে অ্যাডভোকেট একেএম হাবিবুল ইসলাম পরিচালনা করেন।

(এইচবি/জেএ/জুলাই ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test