E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাতলামির অভিযোগে জেলে 

চাটমোহর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

২০১৮ মার্চ ২৯ ১৭:২৬:৪৫
চাটমোহর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমানের বিরুদ্ধে অফিসে না আসা, নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিলো যোগদানের পর থেকেই।

তবে এবার ফেন্সিডিল সেবন করে মাতলামি করার সময় পুলিশের হাতে আটক হয়ে জেল হাজতে যাওয়ায় তার কর্মস্থল চাটমোহর অফিস পাড়াসহ নানা মহলে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার রাতে চারঘাট উপজেলার মোক্তারপুর এলাকা থেকে তাকে আটক করে চারঘাট মডেল থানা পুলিশ। পরের দিন বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এদিকে দু’দিন পর বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হলে চাটমোহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপজেলা পরিষদ থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে অফিস ফাঁকিবাজ এই কর্মকর্তার নাম। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাধারণ মানুষ ইউএনও, সাংবাদিক থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে স্ব-শরীরে বা ফোন করে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। সবাই মাদক সেবী এই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিষোদগার করেন এবং উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান।

চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, মুক্তারপুর এলাকায় ফেন্সিডিল সেবনরত অবস্থায় তাকে আটক করে পুলিশ। পরে থানায় এনে জিজ্ঞাসাবাদে সে জানায় তার বাড়ি নাটোর সদরে। সে চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। পরে পাবনা জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাদের অবগত করে বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার জানান, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনার দিন রাতে চারঘাটের ইউএনও স্যার আমাকে ফোন করে জানিয়েছেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন বলেন, ‘বিষয়টি চারাঘাট থানা থেকে আমাকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সাইদুর রহমানকে শোকজ করা হয়েছে। বিষয়টি বিভাগীয় শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। বিভাগীয়ভাবে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।’

উল্লেখ্য, সাইদুর রহমান চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকেই অফিসে ছিলেন অনিয়মিত। প্রতি সপ্তাহে একদিন অথবা দুদিন অফিসে আসতেন। এনিয়ে উপজেলা পরিষদ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রেজুলেশন পাঠানো হয়েছে। পাবনা বর্তমান জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ও সাবেক জেলা প্রশাসক রেখা রানী বালো তাঁকে কর্মস্থলে না আসায় সকলের সামনে তিরস্কার করেছেন। জেলা শিক্ষা অফিসারকে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন। কিন্তু তাতে কোন কাজ হয়নি। মাদকাসক্ত এই কর্মকর্তা সবকিছুকে তুচ্ছ করে ইচ্ছে মতো চলেছেন।

(এসএইচএম/এসপি/মার্চ ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test