E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ভারতীয় পাট বীজসহ ব্যবসায়ী আটক

২০১৮ এপ্রিল ০১ ১৬:৩২:৩০
গোবিন্দগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ভারতীয় পাট বীজসহ ব্যবসায়ী আটক

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মদিনা সিডসের একটি গুদাম থেকে ৯০০ বস্তা  ভারতীয় মেয়াদ উত্তীর্ন পাট বীজ আটক করেছে। মজুদকৃত এসব পাট বীজের আমদানীর বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায়  মদিনা সিডসের স্বতাধিকারী আব্দুল মমিনের ভাই আবদুল মুকুলকে আটক করা হয়। আটককৃত পাট বীজের আনুমানিক বাজার মুল্যে প্রায়  কোটি টাকা। 

গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের নেতৃত্বে বিজিবি ২৯ ব্যাটালিয়ান দিনাজপুর ফুলবাড়ি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল রেজা ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান পিপিএম সঙ্গীয় পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি ২৯ ব্যাটালিয়ান দিনাজপুর ফুলবাড়ি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল রেজা জানান, চলতি পাট বপন মৌসুমে খুচরা ও পাইকারী বিক্রির উদ্দেশ্যে মদিনা সিডের মালিক আব্দুল মমিন মন্ডল মেয়াদ উত্তীর্ণ ভারতীয় বিভিন্ন কোম্পানীর সিল যুক্ত প্যাকেট করা পাট বীজ গুদামে মজুদ করেন। এসব মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের পাট বীজ ক্রয় করে জমিতে বপনের পর কৃষকদের প্রতারণা ও ক্ষতির শিকার হতে হয় ।

অভিযানে বাজারের গরুহাটির এনসিডিপি মার্কেটের পাশে ভাড়া নেয়া ঠান্ডু পাঠানের গুদাম থেকে ৫০ কেজি ওজনের ৯০০ বস্তা মেয়াদ উত্তীর্ণ পাট বীজ আটক করা হয়। আটক করা এসব পাটের বীজ ভারতীয় বিভিন্ন কোম্পানীর। তাছাড়া এসব পাট বীজ ক্রয়ের বৈধ ও আমদানীর কোন কাগজপত্র দেখাতে না পারায় মদিনা সিডের স্বত্বাধিকারী আব্দুল মমিনের ভাই আব্দুল মুকুলকে আটক করা হয়েছে। আটক করা ৯০০ বস্তা পাট বীজের আনুমানিক বাজার মুল্যে প্রায় এক কোটি টাকা।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার জানান, পাট বীজ উদ্ধারের ঘটনায় আটক মুকুল ও তার ভাই মমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। এরসাথে আরও কারা জড়িত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ব্যবপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ মুজিবুর রহমান পিপিএম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান- আটককৃত পাটবীজ ৪টি ট্রাকে করে ভোরে দিনাজপুর ফুলবাড়ি শুল্ক কার্যালয়ে পাঠানো হয়েছে।

এ ব্যপারে হাবিলদার মোঃ মমিনুল ইসলাম বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

(এসআরডি/এসপি/এপ্রিল ০১, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test