E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলকের নেতৃত্বে কাল সমুদ্র সৈকত পরিষ্কার করবে কক্সবাজার ছাত্রলীগ

২০১৮ এপ্রিল ০১ ১৮:৫৪:০৫
পলকের নেতৃত্বে কাল সমুদ্র সৈকত পরিষ্কার করবে কক্সবাজার ছাত্রলীগ

বিশেষ প্রতিনিধি : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার দেশের অহংকার। ওখানেই পৃথিবীর নানা দেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন প্রতিনিয়তই।

স্বদেশিদের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত আরো বেশী আনন্দের।আর সেই আনন্দের মাঝে একটু বেদনার তিলক বাঁধা হয়ে দাঁড়ায় অপরিচ্ছন্ন সৈকত।

এই অপরিচ্ছন্ন সমুদ্র সৈকত আর রাখতে দিতে না নারাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশাল এই সমুদ্র সৈকত পরিচ্ছন্ন করার প্রশংসনীয় উদ্যোগ ও অভিযান।

আগামীকাল ২রা এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে “আমাদের সমুদ্র রাখিব বিশুদ্ধ” স্লোগানকে সামনে রেখে এ পরিচ্ছন্ন কর্মসূচী অভিযানের কথা জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়।

৩০ মিনিটের এই পরিচ্ছন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বিষয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, "সমুদ্রের বিশালতা আমাদের উদার হতে শিখায়। কিন্তু আমাদের অনেকেই সচেতনতার অভাবে অবচেতন মনে সমুদ্র সৈকত নোংরা করছি"।

আমরা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে বিশুদ্ধতা সাধনের উদ্যোগ নিয়েছি। আশা করি এই মহৎ উদ্যোগে সবাই আমাদের পাশে থাকবেন।

(জেজে/এসপি/এপ্রিল ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test