E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরগঞ্জে প্রাথমিকে শতভাগ বৃত্তি পেয়েছে হাজী দবির উদ্দিন কেজি স্কুল

২০১৮ এপ্রিল ০৪ ১৬:৩৪:০৮
সুন্দরগঞ্জে প্রাথমিকে শতভাগ বৃত্তি পেয়েছে হাজী দবির উদ্দিন কেজি স্কুল

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাজী দবির উদ্দিন কিন্ডার গার্টেন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ ট্যালেন্টফুল বৃত্তি পেয়ে শীর্ষস্থানে রয়েছে।

২০১৭ সালে কেজি স্কুলটি হতে ৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে ২০ জন মেয়ে ও ২৭ জন ছেলে। ফলাফলে দেখা গেছে ৪৭ জনই গোন্ডেল জিপিএ ৫ পেয়েছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, রংপুর বিভাগের প্রাথমিক স্তরের কোন প্রতিষ্ঠান হতে শতভাগ শিক্ষার্থী জিপিএ ৫ পায়নি। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার বৃত্তির ফলাফল প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে জিপিএ ৫ প্রাপ্ত ৪৭ জন শিক্ষার্থী ট্যালেন্টফুল বৃত্তি পেয়ে রংপুর বিভাগের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

হাজী দবির উদ্দিন কিন্ডার গার্টেন কেজি স্কুলটি পৌর শহরের প্রাণকেন্দ্র অবস্থিত। অত্যন্ত মনোরম ও সুষ্ঠু পরিবেশে অভিজ্ঞ এবং প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি। গেল বছরের ফলাফল ছিল জেলার শীর্ষে। শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শিবরামকে পিছনে ফেলে ধারাবাহিক ভাবে এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি।

পরিচালক আজাদুল কারম নিপু জানান, শিক্ষকদের অসম্ভব পরিশ্রম এবং আন্তরিকতার কারনে এই ফলাফল সম্ভব হয়েছে।

ইউআরসির ইন্সেট্র্যাকটর সাজু মিয়া জানান, ইদানিং হাজী দবির উদ্দিন কেজি স্কুলের ফলাফল অনেকটা ভাল। প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান ও অত্যন্ত ভাল।

(এসআইআর/এসপি/এপ্রিল ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test