E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণের উদ্বোধন

২০১৮ এপ্রিল ০৪ ১৮:২৯:৩৯
শেরপুরে স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণের উদ্বোধন

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় কমিউনিটি ক্লিনিকের পরিচালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে আজ বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

কমিউনিটি ক্লিনিক ও সিবিএইচসি ঢাকার আয়োজনে এ প্রশিক্ষন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মজিবর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মেডিকেল কর্মকর্তা ডা: উম্মে মাহবুবা মরিয়ম, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল ও রেজাউল হক হিরা।

ডা: মজিবর রহমান জানান, প্রতিদিন ২টি ইউনিয়নের ২৬জন জনপ্রতিনিধি ও ২জন সচিবকে নিয়ে সকাল ৯টা হইতে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত এ প্রশিক্ষন চলবে। উপজলোর ৯টি ইউনিয়নের সকল জনপ্রতিনিধিরা পর্যায়ক্রমে অংশ গ্রহন করবেন।

(এসআর/এসপি/এপ্রিল ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test