E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে কমরেড আসলাম উদ্দিনে স্মরনে শোক সভা

২০১৮ এপ্রিল ০৯ ১৮:৩৯:৩২
নাগরপুরে কমরেড আসলাম উদ্দিনে স্মরনে শোক সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘যে যায়, সে চলে যায়, ফিরে আসে নাহি কভু’ তেমনি ভাবে আমাদের মাঝে থেকে ফিরে গেছেন, না ফেরার দেশে, সে আর কেউ নন, সে আমাদের আসলাম ভাই। যিনি নাগরপুরে ভিপি আসলাম ভাই নামে পরিচিত ছিলেন। নাগরপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও ভিপি, ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের পুরোধা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, এক সময়ের সাপ্তাহিক নাগরপুর বার্তার প্রকাশক কমরেড আসলাম উদ্দিন তার সকল ভক্ত ও সমর্থকদের কাঁদিয়ে গত ১৭ই মার্চ তিনি চলে গেছেন না ফেরার দেশে। 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নাগরপুর উপজেলা কমিটির উদ্যোগে (৯ই এপ্রিল) সোমবার বিকেলে স্থানীয় যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১মিনিট নিরবতা পালন শেষে কমরেড আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মঞ্জুরুল আহসান খাঁন।

মৃনাল কান্তি সাহার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানী কলেজের প্রাক্তন অধ্যক্ষ এনামুল করিম শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছবুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, উপজেলা কমিটির সভাপতি খোরশেদুন্নাহার ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরএসআর/এসপি/এপ্রিল ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test