E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে কেমিকেলের বর্জ্যের গন্ধের প্রতিবাদে মানববন্ধন

২০১৪ জুলাই ০৯ ১৪:৩১:০৪
হবিগঞ্জে কেমিকেলের বর্জ্যের গন্ধের প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় একটি কেমিকেল কোম্পানির বর্জ্যের দুর্গন্ধের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে তারা।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ‘মার লিমিটেড’ নামে একটি কেমিকেল কোম্পানি রয়েছে। ওই কোম্পানির নির্গত বর্জ্যের দুর্গন্ধে মহাসড়কে যাতায়াতকারী বিভিন্ন পরিবহনের যাত্রীসহ আশ-পাশের এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছেন।
এর প্রতিবাদে সকালে ওই এলাকার এখতিয়ারপুর, দাশপাড়া, শ্রীমতপুর, ছাতিয়াইন, শাহপুর, নোয়াপাড়া ও মাদারগড়াসহ আশ-পাশের কয়েকটি গ্রামের লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।
এতে ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মনু, সদস্য আব্দুর রউফ, নোয়াপাড়া ইউপি সদস্য তপু ও বাঘাসুরা ইউপি সদস্য আব্দুর রশিদসহ এলাকার লোকজন অংশ নেন।
পরে খবর পেয়ে মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এবং মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মার লিমিটেড কর্তৃপক্ষ এবং বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সময় মার লিমিটেড কর্তৃপক্ষ আগামী এক মাসের মধ্যে দুর্গন্ধ মুক্ত করার প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
(ওএস/এএস/জুলাই ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test