E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এইচএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার চালু রাখার অভিযোগ

২০১৮ এপ্রিল ১১ ১৭:১৫:৫৩
এইচএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার চালু রাখার অভিযোগ

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে এইচএসসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার চালু রাখার অভিযোগে দুলাই ডা. জহুরুল কামাল ডিগ্রী কলেজের শিক্ষক আশিক ইমরানের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছে এলাকাবাসী। 

কলেজ কেন্দ্রের পিছনেই কোচিং বানিজ্যের অভিযোগ উঠেছে শিক্ষক ইমরানের বিরুদ্ধে। নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন ওই শিক্ষক। সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ওই শিক্ষককে পরীক্ষা চলাকালিন কোচিং সেন্টার চালু না রাখার কথা বলা হলেও তা উপেক্ষা করে নির্দিধায় চালিয়ে যাচ্ছেন কোচিং বানিজ্যেসহ অনৈতিক কর্মকাণ্ড।

শনিবার ডা. জহুরুল কামাল ডিগ্রী কলেজ কেন্দ্রে কর্তব্যরত অবস্থায় এডিসি (শিক্ষা) নকলে সহায়তার জন্য হাতেনাতে ধরলেও ওই শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যাবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন অভিবাবকরা।

শিক্ষক ইমরানের কোচিং সেন্টার চালু রাখার অপরাধে এবং অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে ইউএনও সুজিৎ দেবনাথ জানান এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যাবস্থা নেয়া হবে।

(এমএইচএস/এসপি/এপ্রিল ১১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test