E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক মানসিকতায় গড়ে তুলতে হবে’

২০১৮ এপ্রিল ১৫ ১৮:১০:১৮
‘শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক মানসিকতায় গড়ে তুলতে হবে’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি নির্ভর বিজ্ঞানমনস্ক মানসিকতায় গড়ে তুলতে হবে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে। একসময় আমাদের বাঁশের মাচায় বসে শিক্ষা জীবন কাটাতে হয়েছে। স্কুলের বেড়া ঘর কিছুই ছিল না। অথচ প্রত্যন্ত অঞ্চলে এখন অত্যাধুনিক দালানকোঠায় স্কুল ঘর তৈরি করে দিচ্ছে এ সরকার।

রবিবার ঈশ্বরদী উপজেলা কার্যালয় মিলনায়তনে ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে ভূমিমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নিরক্ষরমুক্ত সোনার বাংলা গড়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু। আধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে কোমলমতি শিশু শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তি নির্ভর বিজ্ঞানমনস্ক মানসিকতায় গড়ে উঠবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এনেছেন। ক্রমবর্ধমান মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার উপর অধিকতর গুরুত্ব দিচ্ছে সরকার। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করে স্বামীর নামে ট্রাস্ট ফান্ড গড়ে তুলেছিল। সেই টাকা চুরি করে খালেদা এখন জেল হাজতে। তার ছেলে বিদেশে বসে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার চালাচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে মাল্টিমিডিয়ার মাধ্যমে ঈশ^রদীর শিক্ষা ব্যবস্থাপনার চিত্র উপস্থাপন করা হয়। ঈশ^রদী উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম,ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সহকারী শিক্ষা অফিসার ফারহানা খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার কানিজ ফাতেমা। সনমশুউ ঈশ্বরদীর ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে ১২১টি ল্যাপটপ পরে আটঘরিয়ায় ৭২টি প্রাথমিক বিদ্যালয়ে ৭৭টি ল্যাপটপ বিতরণ করেন।

(ওএস/এসপি/এপ্রিল ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test