E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপপুর প্রকল্পে রেল কোয়ার্টার লীজ প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

২০১৮ এপ্রিল ১৮ ১৭:৩৯:১৫
রূপপুর প্রকল্পে রেল কোয়ার্টার লীজ প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর পাকশীতে রেলওয়ের কোয়ার্টার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অনুকূলে স্থায়ী লীজ বা বন্দোবস্ত প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার রেলওয়ের বিভাগীয় ম্যানেজারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। 

এসব কোয়ার্টারে বসবাসকারী শতাধিক নারী,পুরুষ ও শিশুরা বিক্ষোভে অংশ নিয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

গত ১০ই এপ্রিল তারিখে প্রেরীত রেলওয়র পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কর্তৃক বিভাগীয় প্রকৌশলী-২ বরাবরে লিখিত এক পত্রে দুটি মৌজার ৫৮.১৩ একর রেলভুমির মধ্যে অবস্থিত রেলওয়ে কোয়ার্টারের মূল্য নির্ধারণ পূর্বক জরুরী ভিত্তিতে প্রেরণের জন্য বলা হয়।

আন্দোলনকারী রেল কর্মচারীরা জানান, এখানে মোট ৩৪টি কোয়ার্টারে বৈধ বরাদ্দ নিয়ে অনেকেই অর্ধশতাধিক বছর ধরে বসবাস করছেন। রেলশ্রমিক লীগের সহ-সভাপতি ওহিদুল ইসলাম বলেন, ৬০ বছর যাবত ওই কোয়ার্টারে বংশনাুক্রমে বসবাস করছেন। আগে তার বাবার নামে বরাদ্দ ছিল এখন ওই বাসা তার নামে বরাদ্দ রয়েছে।

তিনি আরো বলেন, এখানে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ হওয়ায় আমরা সকলেই আনন্দিত। কোয়ার্টারের জমিটুকু বাদ দিয়ে পশ্চিমের ফাঁকা জায়গা বন্দোবস্ত দিলে কারো কোন আপত্তি থাকবে না বলে তিনি দাবী করেন। ডিপিও অফিসের ওয়েম্যান আলাউদ্দিন প্রায় ২০ বছর ধরে কোয়ার্টারে বাস করছেন। তিনিও পারমাণবিক প্রকল্প নির্মাণে সন্তোষ প্রকাশ করে বলেন কোয়ার্টারের এলাকার জমির পরিমাণ প্রায় ৬ একর। এই জমি বাদেও আরো অনেক জমি রয়েছে।

পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল বলেন, প্রধানমন্ত্রীর এই প্রকল্প বাস্তবায়নে আমরা প্রথম থেকেই সকল প্রকার সহযোগিতা করছি। প্রথমদিকে শুনেছিলাম কোয়ার্টারগুলো বাদ রেখেই নকশা প্রণয়ন করা হয়েছে। এখানে কোয়ার্টারের ওই জমি বাদ দিয়ে বন্দোবস্ত প্রদানের জন্য তিনি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জানান, তিনি বৈধভাবে ৩৫ বছর ধরে কোয়ার্টারে বাস করছেন।

পাকশী ইউনিয়নের চেয়ারম্যান জানান, নকশায় রেলের কোয়ার্টারও বন্দোবস্ত দেয়া হচ্ছে বলে এলাকায় প্রচার হয়েছে। বিষয়টি আদৌ সত্য কিনা জানিনা।

তিনি বলেন, আমি এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থাপককে জিজ্ঞেস করেছিলাম। কিন্তু তিনি কোন উত্তর দেননি। পাকশীর প্রাকৃত্কি সৌন্দয্যের কথা বিবেচনা এবং রেল কর্মচারীদের গৃহহীন হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসাগুলো বাদ রাখার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ এই জমি বন্দোবস্ত প্রদানের জন্য আবেদন জানিয়েছেন। তাদের নকশাটি আমি এখনও দেখিনি। এই বিষয়ে ডিআরএম অফিস হতে কোন প্রস্তাবনা পাঠানো হয়নি বলে তিনি জানিয়েছেন।

বিক্ষোভের সময় উপস্থিত কেউ কেউ বলেন, পাকশীতে রেলওয়ের আরো অনেক জমি রয়েছে। ওই জমিতে প্রকল্প কর্তৃপক্ষ কোয়ার্টার নির্মাণ করে বৈধ বরাদ্দ প্রাপকদের স্থানান্তরের ব্যবস্থা গ্রহন করলে তখন হয়ত কারো কোন আপত্তি থাকবে না।

(এসকেকে/এসপি/এপ্রিল ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test