E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মুক্তিযোদ্ধার চেতনায় এ দেশ চলবে’

২০১৮ এপ্রিল ১৯ ১৭:০৩:৪৬
‘মুক্তিযোদ্ধার চেতনায় এ দেশ চলবে’

সুজানগর (পাবনা) প্রতিনিধি : ‘মুক্তিযোদ্ধার চেতনায় এ দেশ চলবে, মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসা, বাসস্থান নির্মাণসহ সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হবে-তাই আগামী নির্বাচনে যাকেই নৌকা প্রতীক দেওয়া হবে তাকেই ভোট দিয়ে নৌকা কে বিজয়ী করে আবারো সরকার গঠন করতে হবে।’ 

পাবনার সুজানগরে বৃস্পতিবার সকালে মুক্তিযোদ্ধাদের ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আবুল কাশেমের কবর জিয়ারত করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ইউএনও সুজিৎ দেবনাথের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যদেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু।

বিশেষ অতিথির বক্তব্যদেন স্কয়ার টয়লেট্রিজ লিঃ ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন।

এসময় আরো বক্তব্যদেন জেলা আ’লীগেন সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম শাজাহান, সহ-সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হাই প্রমুখ।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পৌর আ’লীগের সভাপতি মাহমুদুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক শাহিনুজ্জামন শাহিন, ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার আহমেদ প্রমুখ।

(এমএইচএস/এসপি/এপ্রিল ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test