E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে ভেজাল গুড় তৈরির কারখানায় জরিমানা

২০১৮ এপ্রিল ১৯ ১৮:৫২:৫৬
চাটমোহরে ভেজাল গুড় তৈরির কারখানায় জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভেজাল গুড় তৈরির কারখানার অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা ও ভেজাল গুড় ধ্বংস করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার অসীম কুমার।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর গ্রামের অনন্ত সরকারের ছেলে উত্তম সরকারের কারখানায় থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালান নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

ইউএনও সরকার অসীম কুমার জানান, উপজেলার প্রত্যন্ত এলাকা হওয়ায় নির্বিঘ্নে অসাধু উপায়ে গরুর খাদ্য, মিছরি ও চিনি মিশিয়ে দানাদার গুড় ও লালি গুড় তৈরি করে বাজারজাত করছিল উত্তম সরকার। যা মানবদেহের জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেশকিছু ভেজাল গুড় ধ্বংস এবং অর্থদন্ড করা হয়েছে।

(এসএইচএম/এসপি/এপ্রিল ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test