E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাকশীতে রেলের জমি কোয়ার্টার লীজ প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

২০১৮ এপ্রিল ২২ ১৭:০০:০৭
পাকশীতে রেলের জমি কোয়ার্টার লীজ প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর পাকশীতে ব্যারাকপাড়া ও মেরিণপাড়ার এলাকার রেলের জমি ও কোয়ার্টার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অনুকূলে স্থায়ী লীজ বা বন্দোবস্ত প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার রেলওয়ের বিভাগীয় ম্যানেজারের কার্যালয়ের সামনে এলাকাবাসীরা বিক্ষোভ প্রদর্শন, মানববন্ধন, সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছে। রেলওয়ের এসব জমি ও কোয়ার্টারে বসবাসকারী সহস্রাধিক নারী, পুরুষ ও শিশুরা বিক্ষোভে অংশ নিয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। 

আন্দোলনকারীরা জানান, রেলের এসব জমি ও কোয়ার্টারে বৈধ বরাদ্দ নিয়ে বাড়িঘর বানিয়ে দীর্ঘদিন ধরে তারা বসবাস করছেন। রেলের মালিকানাধীন শত শত একর পতিত জমি রয়েছে। এই জমি ও কোয়ার্টার বাদ দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তার জন্য সেনানিবাস প্রতিষ্ঠার বিশাল কর্মযজ্ঞ করলে ভূমিহীন ও প্রকল্পের কোন ক্ষতি হবে না।

এসময় মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম বলেন, পাকশীর ব্যারাকপাড়া মেরিণপাড়া মুক্তিযুদ্ধের চারণ ভূমি। এখানে যারা বাস করেন তারা সকলেই আওয়ামী লীগ ও শ্রমিক লীগের সাথে জড়িত। কোনমতেই এদের উচ্ছেদ করা যাবে না।

মনোয়ারা বেগম বলেন, আমরা ভূমিহীন, রেলের জায়গা লীজ নিয়ে যুগ যুগ ধরে এখানে বাস করছি। পাকশীর গোরস্তানেই দাফন হতে হতে চাই। প্রধানমন্ত্রী যখন ভূমিহীনদের আবাসনের ব্যবস্থা করছেন, তখন আমাদের উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে।

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রেহেনা পারভীন রোজী জানান, লীজ নিয়ে বাড়ি করে বাস করছি। এখন আমরা কোথায় যাব। ছেলেমেয়ে এখানে লেখাপড়া করছে, তাদের ভবিষ্যত কি হবে।

হাফিজুল ইসলাম বলেন, মানবতার নেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বসবাসের জন্য জায়গা দিয়েছেন। আর আমাদের উচ্ছেদের চক্রান্ত করা হচ্ছে।

রেলশ্রমিক লীগের সহ-সভাপতি ওহিদুল ইসলাম বলেন, পাকশীতে রেলের অনেক জমি রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ওইসব জমি বরাদ্দ দেয়া হোক।

বিক্ষোভ ও মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল বলেন, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি পাকশী। এই সৌন্দর্য্য নষ্ট হতে দেয়া যাবে না। প্রধানমন্ত্রীর প্রকল্প বাস্তবায়ন হোক এটা আমরা সর্বান্তকরণে চাই। ভূমিহীনদের গৃহহারা না করে রেলের অন্য ফাঁকা জমি বন্দোবস্ত দেয়ার জন্য তিনি দাবী জনিয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাবু মন্ডল, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজা, জাসদ নেতা জাহাঙ্গির আলম, রেল শ্রমিক লীগ নেআ হামিদুল ইসলাম, শ্রমিক লীগ সভাপতি ইকবাল হোসেন, রয়েছে, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ। সমাবেশ শেষে রেলওয়ের পাকশী বিভাগের ম্যানেজারের (ডিআরএম) এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১০ই এপ্রিল তারিখে প্রেরীত রেলওয়র পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা কর্তৃক বিভাগীয় প্রকৌশলী-২ বরাবরে লিখিত এক পত্রে দুটি মৌজা হতে ৫৮.১৩ একর রেলভুমির মধ্যে অবস্থিত রেলওয়ে কোয়ার্টারের মূল্য নির্ধারণ পূর্বক জরুরী ভিত্তিতে প্রেরণের জন্য বলা হয়। এরই প্রেক্ষিতে ওই এলাকায় বসবাসকারীরা গত কয়েকদিন ধরে পাকশীতে আন্দোলন-সংগ্রাম শুরু করেছেন।

(এসকেকে/এসপি/এপ্রিল ২২, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test