E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০১৮ এপ্রিল ২৩ ১৮:৪৬:৪৩
নাগরপুরে ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ৪ হাজার ১০০ পিছ ইয়াবাসহ ৫ মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, এসআই সজল খান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে রোববার রাতে মাদক দ্রব্য উদ্ধার ও মুলতবী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘুনিপাড়া পশ্চিম পাড়া গ্রামের ইয়াবা সম্রাট মো. মেহেদী হাসানের বাড়ীতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার ঘুনিপাড়া গ্রামের মৃত রাজু আহমেদের স্ত্রী কল্পনা বেগম (৫০), চরকাঠুরী গ্রামের সদর আলীর ছেলে মোঃ কালু মিয়া (২২), দুয়াজানি মধ্যপাড়া গ্রামের আবদুল সোবহানের ছেলে মোঃ ইউনুস মিয়া (২৫), গয়হাটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মনিয়ার হোসেন ওরফে মনির (৪৫), আমিন মিয়ার ছেলে আলী আকবর (৩৭)।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার উপ পরিদর্শক (এসআই) সজল খান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই দিন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

এর মধ্যে তেবাড়িয়া মাদক সম্রাট মেহেদী হাসানের বাড়ীতে অভিযান চালালে সেখান থেকে ৩ হাজার ৯০০ পিছ উদ্ধার করা হয়।

এছাড়া আসামিদের দেহ তল্লাশী করে ২০০ পিছ ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃতদের সোমবার বিকালে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

(আরএসআর/এসপি/এপ্রিল ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test