E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধা-ভিএইড রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ

২০১৮ এপ্রিল ২৫ ১৬:৩৪:৫৯
গাইবান্ধা-ভিএইড রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পৌরশহর হতে সাঘাটা সড়কের ভিএইড রোডে বড় মসজিদ হতে পুলিশ লাইন পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা পরিষদ। তবে ভুক্তভোগী দোকানদার ও বাড়ি মালিকরা অভিযোগ করেন বিনা নোটিশে তাদেরকে না জানিয়ে হঠাৎ করে এমন অভিযান পরিচালনা করা হয়। তবে এমন অভিযোগ অস্বীকার করেন জেলা পরিষদের উপ-সহকারি প্রকৌশলী ছিদ্দিকুর রহমান।

মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ এবং সড়ক ও জনপদ বিভাগ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযানে রাস্তার দু পাশের একশোটির বেশি দোকান এবং বাড়ির আংশিক অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। হঠাৎ করে এমন অভিযান পরিচালনা করায় ভুক্তভোগীরা তাদের প্রয়োজনীয় মালামাল বের করতে পারেনি।

এ সময় ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, আমাদেরকে আগে থেকে অবগত না করে বিনা নোটিশে এমন অভিযান পরিচালনা করা ঠিক হয়নি। আমাদেরকে আগে থেকে নোটিশ দিলে আমরা নিজে থেকেই প্রয়োজনীয় মালামাল সড়িয়ে নিতে পারতাম। এতে আমাদের দোকান এবং বাড়ির বিশাল ক্ষতি হয়েছে।

এ বিষয়ে অভিযানে অংশ নেওয়া জেলা পরিষদের উপ-সহকারি প্রকৌশলী ছিদ্দিকুর রহমান দোকান মালিক এবং বাড়ির মালিকদের সকল অভিযোগ অস্বীকার করে বলেন আমরা নোটিশ দিয়েছি এবং শহরে মাইকিং করেছি তারপর এমন অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা আইনের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করছি। মিথ্যাচার করে কোন লাভ হবে স্থানীয় জনতা স্বাক্ষী আছে মাইকে প্রচার প্রচারণা হয়েছে কিনা।

(এসআইআর/এসপি/এপ্রিল ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test