E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, গ্রেফতার ৪

২০১৮ এপ্রিল ২৬ ১৬:০০:২৪
ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, গ্রেফতার ৪

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে গরুর ধান খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নজরুল ইসলাম (২৫) চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছে। বুধবার রাতে তার মৃত্যুর পর পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে। 

বৃহস্পতিবার এদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গত ২২এপ্রিল সকাল প্রায় সাড়ে ৯টায় কালারুকা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নানশ্রী গ্রামের কালা মিয়ার পুত্র ফয়েজ উদ্দিনের ধান খায় একই গ্রামের নজরুল ইসলামের একটি গরু।

এসময় কথা কাটাকাটির জের ধরে রহব উল্লাহর পুত্র ময়না মিয়া, ফয়েজ উদ্দিন, ফরিদ উদ্দিন, শামিম, তোতা মিয়াসহ কতিপয় লোক নজরুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে মূমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধিন অবস্থায় বুধবার রাতে সে মৃত্যুবরণ করে।

এ ঘটনায় নিহতের ভাই নূরুল ইসলাম বাদি হয়ে মামলা (নং ২১, তাং ২৫.০৪.২০১৮ইং) করলে পুলিশ রাতেই মৃত রহব উল্লাহর পুত্র ময়না মিয়া (৫০) ও তোতা মিয়া (৪৮), ময়না মিয়ার পুত্র শামিম (২৬) ও মৃত কালা মিয়ার পুত্র ফয়েজ উদ্দিন (৩০)কে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে ইউপি সদস্য ফজলু মিয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ৪জন আটকের কথা স্বীকার করেছেন।

(সিএম/এসপি/এপ্রিল ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test