E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে ৪ বিএনপি নেতার অব্যাহতি ও প্রত্যাহার নিয়ে মতানৈক্য

২০১৮ এপ্রিল ২৬ ১৮:২৭:০৭
চাটমোহরে ৪ বিএনপি নেতার অব্যাহতি ও প্রত্যাহার নিয়ে মতানৈক্য

শামীম হাসান মিলন, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে দলীয় কার্যক্রমে দায়িত্ব অবহেলার কারণ দেখিয়ে ইউনিয়ন বিএনপির চার নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি, নতুন চার জনকে স্থলাভিষিক্ত এবং পরবর্তীতে জেলা কর্তৃক প্রত্যাহার করা নিয়ে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে মতানৈক্যর সৃষ্টি হয়েছে। জেলা নের্তৃবৃন্দের অব্যাহতি প্রত্যাহার করা নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলা বিএনপি। এতে নেতাকর্মীদের মাঝে দ্বিধা-দ্বন্দের সৃষ্টি হয়েছে। দলের দুর্দিনে শীর্ষ নের্তৃবৃন্দের কাঁদা ছোড়াছুঁড়িকে কোন ভাবেই মেনে নিতে পারছেন না তৃণমুলের নেতা-কর্মীরা।

জানা গেছে, গত শুক্রবার দলীয় কার্যক্রমে দায়িত্ব অবহেলার কারণ দেখিয়ে মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস, ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ছাইকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আতাহার আলী মাষ্টার ও হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু হানিফকে ইউনিয়ন সভাপতির পদ থেকে অব্যাহতি দেন চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। ইউনিয়ন বিএনপির ওই ৪ নেতার অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে গত ২২ এপ্রিল রবিবার পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অবঃ) কেএম মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতার নির্দেশক্রমে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে একটি চিঠি চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেয়া হয়েছে।

চিঠিতে চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরাকে উদ্দেশ্যে করে বলা হয়েছে, “কেন্দ্রের নির্দেশ মোতাবেক বিএনপির কোন নেতাকর্মীকে বহিস্কার বা পদ থেকে অব্যাহতি দেয়া যাবে না। কিন্তু কেন্দ্র ও জেলার নির্দেশ অমান্য করে সাংগঠনিক নিয়মের বর্হিভুতভাবে ৪ জন ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি দেয়া হয়েছে। এটা অনিয়ম কাজেই তাদের অব্যাহতিটি প্রত্যাহার করে তাদেরকে স্বপদে বহাল করা হলো এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাই একসাথে মিলে কর্মসূচি পালন করার জন্য অনুরোধ করা হলো।”

পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের নির্দেশনা মোতাবেক প্রত্যাহারে চিঠি দেয়া হয়েছে। লেখায় একটি জায়গায় ‘হলো’ শব্দের জায়গায় ‘হলে’ হয়েছে। যা নিয়ে একটু বিভ্রান্তি হয়েছে। তবে প্রত্যাহারের বিষয়টি সঠিক।’ নিচের ইউনিটের যে কোন দায় দায়িত্ব জেলা বিএনপি বহন করে থাকে বলে তিনি মন্তব্য করেন।
চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা বলেন, জেলা বিএনপি কোনমতেই অব্যাহতি প্রদানের বিষয়টি প্রত্যাহারের এখতিয়ার রাখে না, বিশেষ করে দপ্তর সম্পাদকতো নয়ই। উপজেলা বিএনপি অব্যাহতি দিয়েছে, তারাই প্রত্যাহার করবে। এটা নিয়ম বহির্ভুত। এতে করে জেলা বিএনপির সাথে উপজেলা ও তৃণমুল বিএনপির মধ্যে দূরত্ব ও বিভাজন সৃষ্টি হচ্ছে, যা দলের জন্য ক্ষতিকর।

এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অবঃ) কে এস মাহমুদ বলেন, ‘পত্রিকায় দেখেছি চার ইউনিয়ন সভাপতিকে অব্যাহতি দেয়া হয়েছে। দলের গঠনতন্ত্র না মেনেই উপজেলা বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছেন। এটা বৈধ কাজ হয়নি।’ প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দপ্তর সম্পাদক যখন দলের নীতি নির্ধারক তখন সেখানে দলের অবস্থা কেমন হয় তা বুঝে নিন।’


(এসএইচএম/এসপি/এপ্রিল ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test