E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনায় হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

২০১৪ জুলাই ১০ ১২:৪৬:৫২
নেত্রকোনায় হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় হত্যার দায়ে আবু ছিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আবু ছিদ্দিকের বাড়ি জেলার কেন্দুয়া উপজেলার গামরুলী গ্রামে।

আদালত সূত্র জানায়, আবু ছিদ্দিক ও প্রতিবেশী আবদুল হেকিমের (৭০) মধ্যে বিরোধ ছিল। ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আবদুল হেকিম। পূর্ব বিরোধের জের ধরে সেসময় আবু ছিদ্দিক তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় ২০০৬ সালের ৯ জানুয়ারি মৃত ব্যক্তির ছেলে লোকমান বাদী হয়ে আবু ছিদ্দিককে আসামি করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই সালের ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল কাদির ভূঁইয়া। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল কাদির ভূঁইয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/জুলাই ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test