E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে নির্বাচনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

২০১৮ এপ্রিল ২৯ ১৮:০৮:৪৬
গোবিন্দগঞ্জে নির্বাচনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে সংগঠনের বিক্ষুদ্ধ শ্রমিকরা পান্থাপাড়াস্থ শ্রমিক কার্যালয়ের সামনে রবিবার বিকেলে প্রায় ঘন্টাব্যাপী রংপুর-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে বিক্ষুদ্ধ শ্রমিকদের দাবি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। 

শ্রমিকরা জানায় যায় , গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউয়িনের মেয়াদ উত্তীর্ণ কমিটির নির্বাচন না দিয়ে দীর্ঘদিন থেকে টালবাহনা করে যাচ্ছে। এতে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে সংগঠনের দ্রুত নির্বাচনের দাবিতে রবিবার বিকেল ৩টার দিকে রংপুর- বগুড়া মহাসড়ক অবরোধ করে সভাপতি ওয়াহেদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় ।

এ সময় অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ৪ টার দিকে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুদ্ধ শ্রমিকদের দাবি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

(এসআরডি/এসপি/এপ্রিল ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test