E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শহীদ সুকান্ত বাবু সড়কের বেহাল দশা

২০১৮ মে ০৩ ১৬:৪৯:১৪
শহীদ সুকান্ত বাবু সড়কের বেহাল দশা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কাল রাতে ঘাতকের নির্মম বুলেটে শহীদ সুকান্ত বাবু সেরনিয়াবাতের স্মৃতি রক্ষার্থে গ্রামবাসীর অর্থায়নে নির্মিত জনগুরুতপূর্ণ ‘শহীদ সুকান্ত বাবু সড়ক’ (কাঁচা সড়কের) বেহালদশার কারণে যানবাহন ও জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

ভুক্তভোগীরা জরুরি ভিত্তিতে মাটির সড়কটি সংস্কারের মাধ্যমে কার্পেটিং করার জন্য স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ‘বঙ্গবন্ধু সড়ক’র সংযোগ সড়ক বড়দুলালী গ্রামের শহীদ সুকান্ত বাবু সড়ক ঘুরে দেখা গেছে, পুরো সড়টির বেহাল দশা। স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে, প্রায় ২৫ বছর আগেও বড়দুলালী গ্রামের মানুষের বর্ষা মৌসুমে যাতায়াতের জন্য একমাত্র ভরসা ছিলো নৌকা। একমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে গ্রামের ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারতোনা।

সূত্রে আরও জানা গেছে, ১৯৯০ সালে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ওই গ্রামের বাসিন্দা সমাজ সেবক নুর ইসলাম খান অসি’র আর্থিক অনুদান ও এলাকাবাসির সর্বাত্মক সহযোগিতায় বার্থী বাজার সংলগ্ন ‘বঙ্গবন্ধু সড়ক’ এর বড়দুলালী গ্রামের পূর্বপ্রান্তের আব্দুস সোবাহান তালুকদারের বাড়ি থেকে পশ্চিম-উত্তরপ্রান্তে অবস্থিত বাঘমারা বড়দুলালী সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পায়ে হাঁটার জন্য একটি সরু মাটির রাস্তা নির্মাণ করা হয়।

পরবর্তীতে এতদাঞ্চলের কৃতি সন্তান শহীদ সেরনিয়াবাত সুকান্ত বাবু’র প্রতি সম্মান প্রদর্শন করে তার স্মৃতি রক্ষার্থে গ্রামবাসীর অর্থায়নে নির্মিত জনগুরুতপূর্ণ কাঁচা সড়কের নামকরণ করা হয় “শহীদ সুকান্ত বাবু সড়ক”।

সূত্রে আরও জানা গেছে, ১৯৯৬ ও ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহণের পর উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন কার্যালয়ের অধীনে সড়কটির গুরুত্ব বিবেচনা করে তিনবার মাটির কাজ সম্পন্ন করা হয়। যেকারণে সড়কটি অনেক উঁচু ও প্রশস্ত হয়েছে। ফলে এ সড়ক দিয়ে এলাকাবাসি ভ্যান, অটোরিক্সা, মোটরসাইকেলে যাতায়াত ও গ্রামের উৎপাদিত কৃষিপন্য পরিবহন করে থাকেন।

ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিনেও জনগুরুতপূর্ণ সড়কটি পাকা না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাঁদায় একাকার হয়ে জনসাধারণের চলাচলের জন্য পুরো সড়কটি সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরে। এছাড়া প্রতিবছর বর্ষা মৌসুমে এলাকাবাসীর যাতায়াতের একমাত্র সড়ক দিয়ে গ্রামের বয়ো-বৃদ্ধ এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচল করতে সিমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগুরুতপূর্ণ “শহীদ সুকান্ত বাবু সড়কটি কার্পেটিংয়ের জন্য দীর্ঘদিন থেকে এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ধর্ণা দিয়েও কোন সুফল পাননি।

বর্তমানে পুরো উপজেলাজুড়ে ব্যাপক উন্নয়নমূলক কাজ হলেও জনগুরুতপূর্ণ এ সড়কটি আজও অবহেলায় পরে রয়েছে। ফলে এলাকাবাসী জরুরি ভিত্তিতে জনগুরুতপূর্ণ “শহীদ সুকান্ত বাবু সড়কটি কার্পেটিং এর জন্য স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


(টিবি/এসপি/মে ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test