E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়া জিপিএ-৫ পেয়েছে  ৫২জন

২০১৮ মে ০৬ ১৬:৪৯:১২
আগৈলঝাড়া জিপিএ-৫ পেয়েছে  ৫২জন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় রবিবার প্রকাশিত ফলাফলে আগৈলঝাড়া উপজেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫২ জন শিক্ষার্থী।  

কেন্দ্র ও ভেন্যু সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে ৫০৩জন পরীক্ষা দিয়ে ৪৩৫জন পাশ করেছে। ওই কেন্দ্রে মোট জিপিএ-৫ পেয়েছে ২২জন শিক্ষার্থী। এরমধ্যে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২৬৭জন পরীক্ষায় অংশ নিয়ে ২০৯ জন পাশ করেছে। ১৬টি জিপিএ-৫পেয়ে ফলাফলে উপজেলার শীর্ষে রয়েছে স্কুলটি। গৈলা কেদ্রের অপর জিপিএ-৫ প্রাপ্ত স্কুলগুলো সেরাল বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ে ২জন, টেমার মালেকা খাতুন বালিকা বিদ্যালয়ে ১জন ও রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে ১জন।

ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রের আওতায় ভেগাই হালদার পাবলিক একাডেমী ২০৬জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৭৭জন। ভেগাই হালদার পাবলিক একাডেমীতে জিপিএ-৫ পেয়েছে ৬জন শিক্ষার্থী।

বারপাইকা ভেন্যুতে বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ে ৬টি, আস্কর মাধ্যমিক বিদ্যালয় ৪টি ও মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৩টি জিপিএ-৫পেয়েছে। ৬টি জিপিএ-৫ দখল করে উপজেলায় দ্বৈতভাবে দ্বিতীয় স্থানে রয়েছে বারপাইকা ও ভেগাই হালদার পাবলিক একাডেমী।

শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ১২৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৩জন। স্কুলে পাশের হার ৭৫ভাগ, ৫জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে স্কুলটি ।

বাশাইল ভেন্যুর আওতায় রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয়ে ৭২জনে পাশ করেছে ৫৪জন, জিপিএ-৫ পেয়েছে ২জন। বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৩ জনে পাশ করেছে ১৩২জন জিপিএ পেয়েছে ১জন। বাহাদুরপুর নিশিকান্ত গাইন বালিকা বিদ্যালয়ে ৩২জনে পাশ করেছে ২১ জন, জিপিএ-৫ পেয়েছে ১জন।
এছাড়াও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৭৮জনে পাশ করেছে ৪৪জন, বাটরা প্রেমচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ে ৩২ জনে পাশ করেছে ১৭ জন, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে ৫৮জনে ৩৬জন, ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ে ৫৫জনে ৩৮জন, বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২০জনে ১৩জন পাশ করেছে।
পয়সা স্কুল এ্যান্ড কলেজ ভেন্যুতে নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ে ৪৮ জনে পাশ করেছে ৩৩ জন, জিপিএ-৫পেয়েছে ১জন, বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৮১জনে পাশ করেছে ৭১ জন, জিপিএ-৫পেয়েছে ১জন। বাগধা মাধ্যমিক বিদ্যালয়ে ১৪৯জনে পাশ করেছে ১শ জন, পয়সা স্কুল এ্যান্ড কলেজে ১৮৭জনে পাশ করেছে ১৩৭জন।

(টিবি/এসপি/মে ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test