E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে শতভাগ পাশ ৫০ বিদ্যালয়ে কেউ পাশ করেনি তিন বিদ্যালয়ে

২০১৮ মে ০৬ ১৭:৫০:০২
বরিশালে শতভাগ পাশ ৫০ বিদ্যালয়ে কেউ পাশ করেনি তিন বিদ্যালয়ে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঘোষিত এসএসসি’র ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের তিনটি বিদ্যালয়ের কোন পরীক্ষার্থীই পাশ করতে পারেনি। এছাড়া বোর্ডের আওতাধীন ৫০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম জানান, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ইসলামপুর সেকেন্ডারি স্কুল থেকে ১৭ জন, ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচজন এবং পটুয়াখালী সদরের উত্তর মৌকরণ এএইচ সেকেন্ডারি বিদ্যালয়ের সাতজন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে কেউ পাশ করতে পারেনি।

এছাড়া বার্ডের আওতাধীন ৫০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এরমধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১৬টি, বরগুনায় ১১টি, ভোলায় ১০টি, পটুয়াখালীতে ছয়টি, পিরোজপুরে চারটি ও ঝালকাঠি জেলার তিনটি বিদ্যালয় রয়েছে।

বরিশাল ক্যাডেটের ৪৬ শিক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ-৫

প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডে শীর্ষস্থান অধিকার করেছে বরিশাল ক্যাডেট কলেজ। এবছর ৪৬ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ পেয়েছে।

বরিশালে এবারও মেয়েরা এগিয়ে

এবছর পাশের হার ৭৭ দশমিক ১১। বিগত বছরের ন্যায় গড় পাশের হার এবং জিপিএ-৫ এর বেলায় এবারও ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। এবার মেয়েদের পাশের হার ৭৯ দশমিক ০২ ও ছেলেদের পাশের হার ৭৫ দশমিক ২৩। পাশাপাশি মেয়েরা এক হাজার ৮০১ টি জিপিএ-৫ পেয়েছে, যার থেকে ছেলেরা ১৪০টি জিপিএ-৫ কম পেয়েছে। ছেলেদের মোট জিপিএ-৫ এক হাজার ৬৬১টি। বিষয় ভিত্তিক পাশের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগেও এগিয়ে রয়েছে মেয়েরা।

বোর্ডের দেয়া তথ্যানুযায়ী এবার এক হাজার ৪২৫টি স্কুল থেকে এক লাখ তিন হাজার ৯১১ জন পরীক্ষার্থী ১৭২টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম জানান, এবছর গণিত ও ইংরেজীতে পরীক্ষার্থীরা তুলনামূলক খারাপ করেছে। গণিত শিক্ষকের অপ্রত্যুল হওয়ায় এমনটা হতে পারে। পাশাপাশি মফস্বলে বিজ্ঞান বিভাগের শিক্ষকের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, মেয়েদের ভালো করার পেছনে বৃত্তি ও নিয়মিতো বিদ্যালয়ে উপস্থিতির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি মেয়েরা পড়াশুনায় বাড়িতে বেশি সময় দিয়ে থাকে।

বোর্ড সেরা ভোলা জেলা

এসএসসি’র ঘোষিত ফলাফলে পাশের হারে এগিয়ে ভোলা জেলা। এ জেলার পাশের হার ৮৩.০২ ভাগ। তবে গত বছর ভোলা জেলা পাশের হারে সবার শেষে অবস্থান করছিলো। গতবছর এ জেলার পাশের হার ছিলো ৭০.৫৮ ভাগ। এবার ভোলা জেলায় ১৯৩টি স্কুল থেকে পরীক্ষায় মোট ১৫ হাজার ৬১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যারমধ্যে ছেলে আট হাজার ৬০৪, মেয়ে সাত হাজার ১৩ জন। পাশ করেছে ১২ হাজার ৯৬৫ জন। এরমধ্যে ছেলে সাত হাজার ৩৭ ও মেয়ে পাঁচ হাজার ৯২৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে বরগুনা জেলা। পাশের হাড় ৮১.৭০ ভাগ। এ জেলায় ১১ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে নয় হাজার ১৮২ জন। গত বছরের মতো এবারেও তৃতীয় স্থানে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলায় ১২ হাজার ৭০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০ হাজার ২৫২ জন। চতুর্থস্থানে রয়েছে বরিশাল জেলা।

এ জেলায় ৩৫ হাজার ২৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৭ হাজার ১১৭ জন। পঞ্চমস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। এ জেলায় ১৯ হাজার ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৪ হাজার ২৯৩ জন। আর গতবছরের শীর্ষস্থানে থাকা ঝালকাঠি জেলা এবছর ৬২ দশমিক ২৫ ভাগ পাশের হারে সবার শেষে ষষ্ঠ অবস্থানে রয়েছে। এ জেলায় নয় হাজার ১৭৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে পাঁচ হাজার ৭১১ জন।

বেড়েছে জিপিএ-৫

বরিশাল শিক্ষা বোর্ডে এবছর পাসের হার ৭৭ দশমিক ১১ ভাগ। গতবছর এ বোর্ডের পাশের হার ছিলো ৭৭ দশমিক ২৪ ভাগ। গত বছরের চেয়ে এবছর বরিশাল শিক্ষা বোর্ডে দশমিক ১৩ ভাগ পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। গত বছরের চেয়ে এবছর এক হাজার ১৭৪টি জিপিএ-৫ বেড়েছে। এবার সর্বমোট জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৪৬২ জন পরীক্ষার্থী।

(টিবি/এসপি/মে ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test