E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

খাগড়াছড়িতে কর্মবিরতি ও হরতাল চলছে

২০১৮ মে ০৭ ১১:১০:৪০
খাগড়াছড়িতে কর্মবিরতি ও হরতাল চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি : রাঙামাটির নানিয়ারচরের বেতছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত মাইক্রোবাস চালক মো. সজীব হাওলাদারের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ১২ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন খাগড়াছড়ির পরিবহন শ্রমিকরা। সোমবার ভোর ৬টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করবেন তারা। ভাড়ায় চালিত মাইক্রোবাস চালকদের সংগঠন ‘খাগড়াছড়ি রেন্ট এ কার সমিতি’ এ কর্মসূচির ডাক দেয়।

এদিকে ‘ পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও গণপরিষদ’র ডাকে খাগড়াছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় মো. সজীব হাওলাদারের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে এ হরতালের ডাক দেয় সংগঠনটি।

অপরদিকে একই দাবিতে ‘বৃহত্তর বাঙালি ছাত্র পরিষদ’র ডাকা টানা ৭২ ঘণ্টার হরতাল গতকাল সন্ধ্যায় ১২ ঘণ্টা চলার পর প্রত্যাহার করেছে সংগঠনটি।

পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালনের বিষয়টি নিশ্চিত করেছেন ‘খাগড়াছড়ি রেন্ট এ কার সমিতি’র সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

তিনি বলেন, আমাদের সহকর্মী মো. সজীব হাওলাদার হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসন ব্যর্থ হয়েছে। তাই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সঙ্গে সংহতি জানিয়েছে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ ও চালক সমবায় সমিতিসহ সমমনা সংগঠনগুলো।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস.এম সফি বলেন, সন্ত্রাসীদের ব্রাশফায়ারে পরিবহন শ্রমিক নিহত হওয়ার ঘটনা দুঃখজনক। চালক মো. সজীব হাওলাদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির প্রতি মালিক গ্রুপের পূর্ণ সমর্থন রয়েছে।

প্রসঙ্গত রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শক্তিমান চাকমার শেষকৃত্যানুষ্ঠানে যাওয়ার পথে গেল শুক্রবার (৪ মে) নানিয়ারচরের বেতছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হয় ভাড়ায় চালিত মাইক্রোবাস চালক মো. সজীব হাওলাদার। এ ঘটনায় ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা প্রকাশ বর্মাসহ আরও ৪ জন নিহত হন।

(ওএস/এসপি/মে ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test