E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে ৪০ দিনের কর্মসূজনের শ্রমিক দিয়ে ধান কাটার অভিযোগ

২০১৮ মে ০৭ ১৫:৩১:৪০
পলাশবাড়ীতে ৪০ দিনের কর্মসূজনের শ্রমিক দিয়ে ধান কাটার অভিযোগ

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের এমদাদুল মেম্বার ৪০ দিনের কর্মসূজনের শ্রমিক দিয়ে রাস্তায় মাটি না দিয়ে ৩ দিন থেকে সাবদিন গ্রামের মৃত লালমিয়ার ছেলে আব্দুল লতিফসহ আরো কৃষকের ৪ বিঘা জমি ১২ হাজার টাকায় কন্ট্রাক নিয়ে ধান কেটে দেওয়ার সময় ৬ মে রোববার সাংবাদিকরা দেখতে পায়। এ সময় চতুর সর্দার শাহা আলম ১৪ জন কর্মসূজনের শ্রমিক ২ টায় তুলে নিয়ে যায়। 

এ ব্যাপারে, এমদাদুল মেম্বারকে জিজ্ঞাসা করলে তিনি জানান, নিউজ করেন। আমার কিছুই করতে পারবেন না। এ ব্যাপারে রাসেলকে জিজ্ঞাসা করলে, তিনি জানান, বিষয়টি দেখতেছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমি লোক পাঠাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার ( ভারঃ) আরিফ হোসেনকে বললে তিনি জানান, চেয়ারম্যানকে আমাকে ফোন দিতে বলেন।

(এসআইআর/এসপি/মে ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test