E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ১৬ কঙ্কাল

২০১৮ মে ২২ ১০:২৯:৩১
মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ১৬ কঙ্কাল

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পুকুরের জন্য মাটি খুঁড়তে গিয়ে ১৬টি কঙ্কাল উদ্ধার হয়েছে। এটি খোঁড়ার তিন দিনের মাথায় কঙ্কালগুলো পাওয়া যায়। সোমবার এ খবর চাউর হলে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। পুকুরটি শ্মশানের কাছে হওয়ায় লোকজন মনে করছেন এগুলো ওই শ্মশানের হতে পারে।

দিনমজুর অপর্ণা রানী জানান, পুকুরের মাটি কাটার জন্য তাদেরকে নিয়োগ করা হয়। তারা মোট ২৫ জন মিলে মাটি কাটার কাজ করছিলেন। মাটি খুঁড়তে খুঁড়তে ভেসে ওঠে কঙ্কালগুলো। প্রথমদিকে তারা সকলেই একটু আতঙ্কের মধ্যে পড়েন। আস্তে আস্তে ১৬টি কঙ্কলের সন্ধান পান। গ্রামের লোকজন তাদেরকে আশ্বস্ত করেন এগুলো শ্মশানের কঙ্কাল ছাড়া আর কিছুই না। ওখানেই মাটিচাপা দেয়ার ব্যবস্থা করা হোক। তবে মাটি খুঁড়লে আরও কঙ্কালের সন্ধান পাওয়া যাবে বলে মনে করছেন শ্রমিকরা।

এদিকে গ্রামের প্রবীণ ব্যক্তি আলী হোসেন বলেন, শ্মশানের পাশ দিয়ে নদী ছিল। সেই নদী শুকিয়ে এখন খাল। বাপ-দাদার কাছে শুনেছি হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখানে মৃত মানুষ পোড়াত। কখনো কখনো মৃত ব্যক্তিকে মাটিচাপা দিতো। হয়তো সেই সময়কার কঙ্কল এগুলো।

দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান জানিয়েছেন, যেহেতু শ্মশানের আশপাশে কঙ্কালগুলোর সন্ধান পাওয়া গেছে এবং গ্রামবাসীর অভিমত মৃত কঙ্কালগুলো শ্মশানের তাই কোনো আইনি ব্যবস্থার প্রয়োজন হবে না।

(ওএস/এসপি/মে ২২, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test