E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউএনওর মেয়ের অপেক্ষায় ২টি সরকারি গাড়ী

২০১৮ মে ২২ ১৬:৩৭:০৩
ইউএনওর মেয়ের অপেক্ষায় ২টি সরকারি গাড়ী

খুরশিদ আলম শাওন, রাণীশংকৈল : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার মেয়ের অপেক্ষায় ২টি সরকারী জীপ গাড়ী। আর এ অপেক্ষা হচ্ছে বিদ্যালয় ছুুিটর পর গাড়ীতে করে বাড়ী নিয়ে যাওয়ার জন্য।  এ তথ্য নিশ্চিত করেন জীপ গাড়ী ২টির ড্রাইভার। এ নিয়ে বিদ্যালয় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

মঙ্গলবার উপজেলার নবধারা বিদ্যা নিকেতনের প্রধান ফটকের সামনে অপেক্ষা করে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও উপজেলা চেয়ারম্যানের সরকারী গাড়ী ২টি। ইউএনওর কন্যা রাহিদা আনবার ঐ বিদ্যালয়ের ক্লাশ ওয়ানের শিক্ষার্থী। এক শিক্ষাথীর জন্য ২টি সরকারি জীপ গাড়ী পরিবনের জন্য আসায় অন্যান্য অভিভাবক ও শিক্ষার্থীদের ভাবিয়ে তুলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অবিভাবক বলেন, সাংবাদিক ভাই হামার ছুয়ালা হাটে হাটে স্কুল যাছে আর আসছে। ছুটির সময় উপজেলা চেয়ারম্যানের সরকারি জীপ গাড়ীটি ইউএনও’র মেয়েকে বাড়িতে পৌছে দেওয়ার জন্য রাস্তার ধারে অপেক্ষা করতে থাকে। এরই মধ্যে সহকারি কমিশনার ভূমি’র গাড়িটি এসে ইউএনও’র মেয়েকে নিয়ে বাড়িতে পৌছে দেয়।

এ প্রসঙ্গে সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা বলেন, একজন ইউএনও ২৪ আওয়ারস যে কোন সরকারি গাড়ী ব্যাবহার করতে পারবেন। ওনার মেয়েকে স্কুলে পরিবহন করবে এটাতো স্বাভাবিক।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মৌসুমি আফরিদা এ প্রতিনিধিকে বলেন, আসলে উপজেলা চেয়ারম্যানের গাড়ীটি আমার মেয়েকে আনতে গিয়েছিল। আর আমি এসিল্যান্ডের গাড়ীটি নিয়ে ডিগ্রি কলেজ থেকে আসার পথে নবধারা বিদ্যালয়ে আমার মেয়েটিকে নিয়ে আসি তাই সেখানে ২টি গাড়ী ছিল।

(কেএএস/এসপি/মে ২২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test