E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীর বোমার আঘাতে ৩ পুলিশ আহত, মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ 

২০১৮ মে ২৪ ১৭:০২:০৪
ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীর বোমার আঘাতে ৩ পুলিশ আহত, মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় মাদক ব্যবসায়ীর হাত বোমার আঘাতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের গুলিতে দুলাল হোসেন ওরফে মুচি দুলাল (২৩) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ আহত দুলালকে আটক করেছে।  

ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও রেশম বীজাগারের (তুত ফার্ম) মাঝে অরণকোলা গরু হাট সড়কের দিপু সরদারের পরিত্যক্ত গোডাউনের বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আটক দুলাল ঈশ্বরদী পৌর এলাকার মাহাতাব কলোনির মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন- রকিব উদ্দিন, মিজানুর রহমান ও মুশিহার আলী। বর্তমানে তারা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আলহাজ্ব মোড়ের সামনে গভীর রাত হতে মাদক বিরোধী অভিযান চলছিলো। পুলিশ এসময় জানতে পারে মাদক বিক্রেতা ও সন্ত্রাসী দুলাল তার দুই সহযোগীকে নিয়ে অরনকোলা রাস্তা দিয়ে অটোরিকশায় করে আসছে। পুলিশ অটোরিকশা থামিয়ে তাদের চ্যালেঞ্জ করে তল্লাশি চালায়।

এসময় দুলালের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা পাওয়া গেলে তাকে আটক করা হয়। দুলালকে ছিনিয়ে নিতে এসময় তার সহযোগীরা পুলিশের ওপর ককটেল ছুঁড়ে মারে। ককটেল বিস্ফোরণ হলে ৩ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে এসময় ১০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, দুলাল পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক বিক্রেতা। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিল। জামিনে মুক্ত হয়ে ফের সংঘবদ্ধভাবে ব্যবসায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পৃথক মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যামে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(এসকেকে/এসপি/মে ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test