E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুপুরে লিজা হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

২০১৮ মে ৩১ ১৫:৪৮:২০
মধুপুরে লিজা হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র এলাকায় স্কুলছাত্রী লিজা ধর্ষন ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ৪টি সংগঠন।

আদর্শ উচ্চ বিদ্যালয়, তরুণ সমাজ, সাধারণ নাগরিক ও এলাকাবাসী ব্যানারে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের জলছত্র বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। জলছত্র বাজার এলাকায় রাস্তার দুপাশে ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে দাড়িয়ে হাতে হাত ধরে মানববন্ধনে অংশগ্রহন করে শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ । এসময় তারা এঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন ।

উল্লেখ্য, গত ২৫মে শুক্রবার রাতে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের উত্তর পাড়ায় নিজ বাড়ীর পশ্চিম পাশের বাঁশঝাড় থেকে কলাপাতায় মোড়ানো স্কুলছাত্রী লিজার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় আমজাদ হোসেন, রানা ও রাসেল নামে তিন জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। লিজা গাছাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল। নিহতের পরিবারের দাবি ধর্ষনের পর তাকে হত্যা করা হয়েছে।

(আরকেপি/এসপি/মে ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test