E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন ঈশ্বরদীর পাকশী ইউপি’র চেয়ারম্যান এনামুল বিশ্বাস

২০১৮ মে ৩১ ১৬:২৩:১৬
ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন ঈশ্বরদীর পাকশী ইউপি’র চেয়ারম্যান এনামুল বিশ্বাস

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : মহাবঙ্গ সাহিত্য পরিষদ ও মাদার পাবলিশিং উদ্দ্যোগে ভারতের কলকাতার চারুকলা পর্যাদের অবনীন্দ্র সভাগৃহে (রবীন্দ্রসদন-বাংলা আকাদেমি চত্ত্বর) গত ২৮ শে মে শ্রীমতি ইন্দিরা গান্ধী আত্মজীবনী সম্পর্কে আলোচনা সভা ও ‘শ্রীমতি ইন্দ্রিরা গান্ধী স্বর্ণপদক-২০১৮’ প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

এতে ভারত-বাংলাদেশ ও নেপালের বিশিষ্ট সমাজ-সেবক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, কবি, সাহিত্যিকদের সম্মাননা পদক প্রদান করা হয়। এই পদকে ভূষিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস (এনাম বিশ্বাস)।

রাজনৈতিক দক্ষতা ও চেয়ারম্যানের কর্মজীবন পর্যবেক্ষণ করে সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে স্বর্ণপদক ও সনদপত্র প্রদান করা হয়।

এনামুল হক বিশ্বাস বলেন, ভালো কাজ করলে কোন এক সময় তার প্রতিদান বা পুরষ্কার পাওয়া যাবেই। শ্রীমতি ইন্দ্রিরা গান্ধী স্বর্ণপদক-২০১৮ হাতে পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। গর্বে আমার বুক ভরে গেছে।পাকশী ইউনিয়ন বাসীর ভালবাসায় আমি এই পদক পেয়েছি। আমরণ সাধারন মানুষের পাশে থাকে সকল মানুষের আমি সমাজের সেবা করতে চাই।

(এসকেকে/এসপি/মে ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test