E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশের দৃশ্যমান উন্নয়ন বিএনপির চোখে পড়ে না : তারানা

২০১৮ জুন ০১ ১৭:০৮:৪৯
দেশের দৃশ্যমান উন্নয়ন বিএনপির চোখে পড়ে না : তারানা

নাগরপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি : তথ্যপ্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন সকলের কাছে দৃশ্যমান হলেও বিএনপির কাছে সে উন্নয়ন চোখে পড়ছে না।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।উন্নয়নের স্বর্ণ শিখরে অবস্থান করছে বাংলাদেশ।

শুক্রবার ( ১জুন ) দিনব্যাপী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর, নাগরপুর সদরসহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নাগরপুর সদরবাজারে গনসংযোগকালে উপস্থিত জনসাধারণকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগামীতে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে হলে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। কারণ একমাত্র শেখ হাসিনার হাত ধরেই দেশের উন্নয়ন সম্ভব। শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি মায়ের মত ভালবেশে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, আমি আগামী নির্বাচনে এই আসন থেকে মনোনয়ন চাইব।যদি দল আমাকে মনোনয়ন দেন এবং আমি যদি আপনাদের কল্যাণে আপনাদের পাশে দাঁড়াতে পারি বলে মনে করেন তবে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি এই আসন থেকে নির্বাচিত না হয়েও দীর্ঘ দশ বছর যাবত আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান , উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কিরণ, সরকারি কলেজ সংসদের সাবেক ভিপি আল মামুনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

(আরএসআর/এসপি/জুন ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test