E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের জীবন সুন্দরভাবে গড়তে হবে’

২০১৮ জুন ০১ ১৭:১১:২৯
‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে শিক্ষার্থীদের জীবন সুন্দরভাবে গড়তে হবে’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থীদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। রুটিন মাফিক পড়াশুনা, পিতামাতা, গুরুজন আর শিক্ষকদের আদেশ-উপদেশ মেনে চললেই বঙ্গবন্ধুর এই দেশ আদর্শের সোনার বাংলা হয়ে যাবে। 

শুক্রবার ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ও সাপ্তাহিক ঈশ্বরদীর উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃত্বি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী শহরের শেরশাহ্ রোডের পাশে ঈশ্বরদী প্রথম গণগ্রন্থাগার ও ক্যামব্রিয়ান কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ছেলে মেয়েরা জার্মান, জাপান, আমেরিকা, ফ্রান্স, গ্রেট ব্রিটেনের ছেলেমেয়েদের চেয়ে মেধার দিক দিয়ে কোন অংশে কম নয়। পরে মন্ত্রী ২৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও মেডেল ক্রেস্ট বিতরণ করেন। এসময় মন্ত্রী শরীফকে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ এর পক্ষ হতে ‘আজীবন সম্মাননা’র ক্রেস্ট প্রদান করা হয়।

ভূমিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন কালজয়ী মহাপুরুষ। শত বছরের ইতিহাস এবং আগামী শতকের বিষয়ে তাঁর ছিল স্বচ্ছ ধারণা। জাতির জনক বঙ্গবন্ধু রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপনে বিশেষ ভূমিকা রেখেছিলেন। কিন্তু পাকিস্তান সরকার সেই সময় তা বাস্তবায়ন হতে দেয়নি। জননেত্রী শেখ হাসিনা দৃঢ়তা, নিষ্ঠা ও দক্ষতার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের স্থাপন কাজ শুরু করেছেন এবং এর সফল বাস্তবায়নও নিশ্চিত করবেন। প্রধানমন্ত্রী তাঁর পিতার পথ অনুসরণ করে বাঙ্গালি জাতিকে উচ্চতর আসনে নিয়ে যাচ্ছেন।

মন্ত্রী বলেন, আমরা দ্রুত ও স্বল্পতম সময়ের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছে যাবো। এর আগে মন্ত্রী ঈশ্বরদী শেরশাহ রোডে ক্যামব্রিয়ান কলেজ ও গণগ্রন্থাগার এর জায়গার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক সেলিম সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, ভাইস চেয়ারম্যান লায়ন খন্দকার সেলিমা রওশন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, বাংলাদেশ সুগারক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, ঢাকাস্থ ঈশ্বরদী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ আলী খান মঞ্জু, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব খায়রুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/জুন ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test