E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যে কোন সময় ঘটতে পারে সংঘর্ষ

রাঙ্গাবালীতে কালভার্ট দখল নিয়ে উভয় পক্ষের মুখোমুখি

২০১৮ জুন ০৬ ১৬:৩৪:১৯
রাঙ্গাবালীতে কালভার্ট দখল নিয়ে উভয় পক্ষের মুখোমুখি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : কালভার্টকে কেন্দ্র করে দুই গ্রুপের মুখোমুখি রূপ নিয়েছে রাঙ্গাবালীর উপজেলার চরবেষ্টিন এলাকায়। 

একটি পক্ষ কৃষককের ফসল রক্ষার্থে অন্যপক্ষ কালভার্ট দখলে নিয়ে মাছ ধরা। এ নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ চার জন গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে দুই গ্রুপই দুইটি মামলা দায়ের করেছে। একটি গলাচিপা সিনিয়র জুডিসিয়ল ম্যাজিষ্ট্রেট আদালতে অন্যটি রাঙ্গাবালী থানায়। পুনরায় যে কোনা মুহুর্তে রাঙ্গাবালীর উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন এলাকায় দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে একটি নির্ভর যোগ্য সূত্র থেকে জানা গেছে। খবর পেয়েই ঘটনাস্থল পৌছে গিয়ে নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

জানা গেছে, উভয় মামলার ঘটনাস্থল উপজেলার চরবেষ্টিন এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়ার ঘেরের কালভার্ট দেখানো হয়েছে। গত ৩০ মে বুধবার সকালে কালভার্টকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে এতে মহিলা সহ চারজন আহত হয়। আহতরা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এক পক্ষের বাদী মনির শরীফ অভিযোগে উল্লেখ করেন, জোয়ারের লবন পানি উঠে কৃষকদের ফসল নষ্ট করতে না পারে তার জন্য কালভার্টের গেইট আটকাতে গেলে মীর কাসেম, হান্নান ও জাফর সহ ১৪-১৫জন সন্ত্রাসী বাদী ও তার বোন হাসিনা বেগমকে মারধর করলে হাসপাতালে ভর্তি হয়।

এদিকে স্থানীয় ইউপি সদস্য ও সাবেক ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মো আনোয়ার হাংকে সন্ত্রাসীরা ঘটনার দিন মারার জন উদ্যোত হলে তিনি একটি ঘরে গিয়ে আশ্রয় নেয়। তাকে অন্যায় ভাবে অন্য পক্ষরা ১নং আসামী দিয়ে রাঙ্গাবালী থানায় মিথ্যা মামলা দায়ের করেন। মনির শরীফ বাদী হয়ে মীর কাসেম সহ ১৫জনের বিরুদ্ধে গলাচিপা সিনিয়র জুডিসিয়ল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দয়োর করেন । বিচারক মামলাটি আমলে নিয়ে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেন।

অন্যপক্ষ মীর কাসেম একই স্থানের ঘটনাস্থল দেখিয়ে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকার্টি এক পর্যায় মারামারি ঘটনা ঘটে এতে লিটন ও রুবেল আহত হয় তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ব্যাপারে মো: আনোয়ার হাংকে ১নং আসামী করে রাঙ্গাবালী থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মিলন কৃষ্ণ মিত্র জানান, মারামারির ঘটনা ঘটেছে, মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এসডি/এসপি/জুন ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test