E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

২০১৪ জুলাই ১২ ১১:৪২:০৫
সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি : সাভার পৌর এলাকার বিরুলিয়া রোডে সামার গ্রুপের সুরমা গার্মেন্টসে শনিবার সকাল থেকেই শ্রমিকরা কাজ না করে বেতন-বোনাস ও ছুটি বাতিলের দাবিতে কারখানার ভিতরে বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানান, মালিকপক্ষ প্রতিমাসের ৮ তারিখের মধ্যে আমাদের বেতন-ভাতা প্রদান করেন। কিন্তু এ মাসে এখনো আমাদের বেতন-ভাতা দেয়নি।

কর্তৃপক্ষ বলেছিল চলতি মাসের ১০ তারিখের মধ্যে শ্রমিকদেরকে বেতন-ভাতা প্রদান করবে এবং ২ মাসের জন্য বাধ্যগত ছুটিতে পাঠাবে। এ ছুটি বাতিল ও বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করছি বলেও জানান তারা।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) দীপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ওএস/জেএ/জুলাই ১২, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test