E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়ক 

সংস্কার কাজ শেষ না হতেই ব্রীজের ঢালে গর্ত, ঈদ যাত্রায় ভোগান্তির আশংকা

২০১৮ জুন ১২ ১৪:৫৩:০৭
সংস্কার কাজ শেষ না হতেই ব্রীজের ঢালে গর্ত, ঈদ যাত্রায় ভোগান্তির আশংকা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়া-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কে সংস্কার কাজ শেষ না হতেই পয়সারহাট ব্রীজের ঢালে বড় গর্ত হয়ে যানবাহন চলাচলে চরম প্রতিবন্ধকতা তৈরী হয়েছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বৃষ্টির কারণে গর্ত আরও বড় হলে ঈদে ঘরমুখো লোকজনে যানবাহনে চলাচল বন্ধ হয়ে যেতে পারে। 

বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাির প্রচেষ্টায় গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ সড়কটি আঞ্চলিক মহাসড়কের উন্নীত করা হয়।

২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে রাজনৈতিক প্রকল্প দেখিয়ে তা বাতিল করে দেয়। মহাজোট সরকার পুনরায় ক্ষমতায় এসে ২০০৯ সালে বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়ক নির্মান কাজ শুরু করে ২০১৪ সালে কাজ শেষ করে। বরিশাল অংশের ১৬ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২০১৮ সালে ২৩ কোটি টাকা ব্যয়ে টেন্ডার আহবান করে বরিশাল সড়ক ও জনপথ বিভাগ।

টেন্ডারে বরিশালের ঠিকাদার প্রতিষ্ঠান এম খান গ্রুপ নামে প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়। ঠিকাদার প্রতিষ্ঠান দুই মাস আগে কাজ শুরু করে এখনও সংস্কার কাজ করে যাচ্ছে। সংস্কার কাজ শেষ হওয়া জায়গায় পয়সারহাট ব্রীজের ঢালের ছোট বড় গর্ত ভরাট করে কোন রকমে কাজ করায় কয়েকদিনের মধ্যেই ঢালে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়। সম্প্রতি হওয়অ ভারি বর্ষণে গর্ত আরো বড় আকার ধারণ করছে। ওই স্থান দিয়ে রাতের অন্ধকারে গাড়ী চলাচল করতে গিয়ে অহরহ ঘটছে দূর্ঘটনা। গর্তের স্থানে স্থানীয়রা কাঠ দিয়ে কোন রকমে নিশানা দিয়ে রাখলেও সওজ বিবঅগের কোন মাথা ব্যাথা নেই।

এ ব্যাপারে সওজ উপ-সহকারী প্রকৌশলী এমএ হানিফ বলেন, গর্তের কথা তারা শুনেছেন। ঠিকাদারের সাথে কথা বলে ঈদের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

(টিবি/এসপি/জুন ১২, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test