E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অক্টোবরের মধ্যে সুন্দরবন বনদস্যু মুক্ত করা হবে 

২০১৮ জুন ১২ ১৫:৪৬:০০
অক্টোবরের মধ্যে সুন্দরবন বনদস্যু মুক্ত করা হবে 

স্টাফ রিপোর্টার, বরিশাল : র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ বলেছেন, যে কোনো মূল্যে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন জলদস্যু ও বনদস্যু মুক্ত করা হবে। এ জন্য অনন্তকাল অপেক্ষা করবে না আইন-শৃঙ্খলা বাহিনী। আগামী অক্টোবরের মধ্যে সুন্দরবন জলদস্যু-বনদস্যু মুক্ত করা করা হবে।

মঙ্গলবার বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ কার্যালয়ে সুন্দরবনের আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, সর্বনাশা মাদকের ছোবলে সমাজ ক্ষতবিক্ষত হচ্ছে। এই ক্ষত সাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। মাদকবিরোধী অভিযানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

তিনি বলেন, আত্মসমর্পণ করা আড়াইশ’ জেলের সবাই আর্থিকভাবে অস্বচ্ছল। অথচ এই দস্যুরা শত শত জেলে অপহরণ করে মুক্তিপণ বাবদ লাখ লাখ টাকা আদায় করেছে। সেই টাকার সিংহভাগ কোথায় গেলো, কারা তাদের অস্ত্র-গুলি সরবরাহ করতো, কারা তাদের গহীন সুন্দরবনে খাদ্য ও রসদ সরবরাহ করতো, কারা বিকাশের মাধ্যমে টাকা আনতে, সহায়তা করতো, কারা তাদের দস্যুতা করতে বাধ্য করেছে সবকিছুই খতিয়ে দেখছে র‌্যাব। অভিযুক্ত কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারী দেন র‌্যাব মহাপরিচালক।

র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার আতিকা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল আনোয়ার লতিফ খান, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আজাদ মিয়া, লে. কর্নেল মাহবুব হোসেন, বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বরিশাল মহিলা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ইতিপূর্বে আত্মসমর্পণ করা আড়াইশ’ জলদস্যুর মধ্যে ২০ জনের পরিবারকে সেলাই মেশিন, চারজনের পরিবারকে চিকিৎসা সহায়তা বাবদ ১০ হাজার করে, তিনজনের পরিবারকে শিক্ষা সহায়তা বাবদ পাঁচ হাজার টাকা করে এবং ২৪৩টি পরিবারকে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়।

গত দুই বছরে সুন্দরবনের ২৩টি জলদস্যু গ্রুপের ২৪৩ জন সদস্য ৩৭৯টি অস্ত্র এবং ১৮ হাজার ৮০৪ রাউন্ড গুলিসহ র‌্যাবের কাছে কাছে আত্মসর্পণ করেছেন।

(ওএস/এসপি/জুন ১২, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test