E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বেনাপোল পৌরসভার উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০১৮ জুন ১৩ ২৩:১৫:৩০
বেনাপোল পৌরসভার উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পৌরসভার উদ্যেগে বীর মুক্তিযোদ্ধা প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক ও সুধি সমাজের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বেনাপোলে পৌরসভার আয়োজনে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র জনাব আশরাফুল আলম লিটন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক, বেনাপোল পোর্ট থানার অফিসার্স ইনচার্জ অপূর্ব হাসান, ৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, বেনাপোল পোর্ট থানার এসআই তাজুল ইসলাম, আব্দুল লতিফ পুটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফফার সরদার, বেনাপোল পৌর কমিশনার রাশেদ আলী, মিজানুর রহমান, জুলেখা খাতুন সহ অনান্য কর্মকর্তা বৃন্দ।বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম লিটন, আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, দৈনিক যায়যায়দিনের বেনাপোল প্রতিনিধি জি, এম আশরাফ, শাহনেওয়াজ স্বপন, সীমান্ত প্রেসক্লবের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন, সহ-সভাপতি বাচ্চু হাওলাদার, সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, সহ উপস্থিত ছিলেন অনান্য সদস্য বৃন্দ, প্রেস ক্লাব বেনাপোলের যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুর রহমান সদস্য শাহজাহান সবুজ বেনাপোল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম, আহসানুর রহমান আশা প্রমুখ।

এছাড়া বেনাপোল কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত অতিথিরা ছিল কানায় কানায় ভরা।

বিকাল ৫ টা থেকে পৌর কমিউনিটি সেন্টারের নীচে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন আগত আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা ও স্বাগত জানান।

(এসএইচ/এসপি/জুন ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test