E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় দুস্থ্যদের চাল পাচারেরর সময় ১৪ বস্তা চালসহ আটক ১

২০১৮ জুন ১৪ ১৬:১৯:৪০
আগৈলঝাড়ায় দুস্থ্যদের চাল পাচারেরর সময় ১৪ বস্তা চালসহ আটক ১

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ত্রাণ ও পুনর্বাসমন্ত্রণালয়ের দুস্থঃদের ঈদ সহায়তার জন্য বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ চাল আত্মসাৎ করে পাচারের সময় স্থানীয়দের সহায়তায় ১৪ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। 

এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত ও প্রকৃত দোষীদের আড়াল করতে চেয়ারম্যানকে বাদী করে মামলা দিতে মরিয়া হয়েছে উঠেছে প্রশাসন। এঘটনায় এলাকার সাধারণ জনগনের মাঝে তীব্র ক্ষেভের সৃষ্টি হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং বাগধা ইউয়িনের দুস্থঃ জনগনের জন্য ঈদ উপলক্ষে ৩৬৪০টি পরিবারকে ১০কেজি করে বিশেষ ভিজিএফ চাল বিতরণের জন্য বরাদ্দ করে সরকার। বুধবার থকে ওই ইউনিয়নে ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার প্রাণ কুমার ঘটকের উপস্থিতিতে চাল বিতরণ শুরু করা হয়।

প্রতি নামে ১০কেজি করে চাল ট্যাগ অফিসার উপস্থিতিতে দেয়ার নিয়ম থাকলেও ৫০কেজির চালের বস্তা কিভাবে ইউনিয়ন পরিষদ থেকে বাইরে এলো তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্নের। স্থানীয়রা অভিযোগে বলেন, চাল পাচারের ঘটনায় চেয়ারম্যান, সচিব, ট্যাগ অফিসার, মেম্বর ও আরও কয়েকজন জড়িত রয়েছে।
আটককৃত মাঞ্জারুল হক জানান, আকুব্বর হাওলাদারের ছেলে ৭নং ওয়ার্ড সদস্য কালাম হাওলাদার ও শাহ আলম মেম্বরের বেয়াই ছলেমান বক্তিয়ার বুধবার তার কাছে এসে কিছু চাল আসলে তাকে ওই চাল রাখতে বলেছেন। তাই তিনি চাল রেখেছেন।

সরকার প্রতি নামে ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও গতকাল বৃহস্পতিবারও বাগধা বাজারের চাল ব্যবসায়ি ওই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মাঞ্জারুল হকের হেফাজতে থাকা খাদ্য অধিদপ্তর লেখা বস্তার চাল দেখে বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এআর ফারুক বক্তিয়ার, সাধারণ সম্পাদক ইউনুস আলী মিয়া স্থানীয়দের নিয়ে আটক করেন। খবর পেয়ে পুলিশের এসআই মনিরুল ইসলাম, মোশারফ হোসেন, মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে ১৪বস্তা ভিজিএফ চাল জব্দ করেন। জব্দকৃত চাল পুলিশ থানায় নিয়ে যায়। এসময় চাল ব্যবসায়ি মাঞ্জারুল হককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ওসি আব্দুর রাজ্জাক চাল উদ্ধার ও একজনকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(টিবি/এসপি/জুন ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test