E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুই গ্রুপের কাঁদা ছোড়াছুড়িতে বেকায়দায় তৃণমুল বিএনপি

২০১৮ জুন ৩০ ১৬:৩৭:০৪
দুই গ্রুপের কাঁদা ছোড়াছুড়িতে বেকায়দায় তৃণমুল বিএনপি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাঁলিয়াতির আশ্রয় নিয়ে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন পাওয়া ও আ’লীগ প্রার্থীর সাথে আঁতাত করে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হেমায়েত আকন তার মনোনয়নপত্র দাখিল না করে উপয়ন্তু আওয়ামীলীগ প্রার্থীর সাথে গিয়ে রিটার্নিং অফিসারের কক্ষে সংগঠন বিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে উপজেলার বিএনপি’র শীর্ষ নেতারা দু’গ্রুপে বিভক্ত হয়ে পরেছেন। এ ঘটনায় রেশ ধরে তৃণমুল বিএনপিতেও বিভাজনও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দলীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউপি উপ-নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকন কুদ্দুর রহমান সমর্থিত হেমায়েত আকনকে ধানের শীষ প্রতীকের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বিএনপি।

হেমায়েত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেও তার মনোনয়নপত্র দাখিল করেনি। বিএনপি প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সোবাহান সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লা দলীয় প্যাডে স্বাক্ষর করে আওয়ামীলীগ প্রার্থীর সাথে আঁতাতের অভিযোগ এনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল না করায় উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের পক্ষথেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এর একদিন পর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লার বক্তব্য প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন ও জেলা উত্তর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হসেন লাল্টু।

এই দুই নেতা বিএনপি দলীয় প্যাডে যৌথ স্বাক্ষরে বলেন, উপজেলা বিএনপি সভাপতি আ. লতিফ মোল্লা মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সংবাদ প্রকাশ করিয়ে শুধুমাত্র আগৈলঝাড়া উপজেলা বিএনপিকেই ছোট করেনি, তার এই বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির মহাসচিবকেও অপমান করা হয়েছে।

তারা আরও বলেন, বিএনপির সভাপতি আ.লতিফ মোল্লা বার্ধক্যজনিত কারনে দলের পরিপন্থী বক্তব্য দিয়ে দলের সুনাম ক্ষুন্ন করেছেন। তার এই সংগঠন পরিপন্থী কর্মকান্ডের জন্য আগৈলঝাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের পক্ষে তারও নিন্দা ও প্রতিবাদ জানান।

বিএনপি দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল না করা ও শীর্ষ দুই নেতা পরস্পর বিরোধী বক্তব্যে দলের মধ্যে কাঁদা ছোড়াছুড়িতে বেকায়দায় পরেছে দলের উভয় নেতাসহ তৃণমুল বিএনপি।

(টিবি/এসপি/ জুন ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test