E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াল নদী পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

২০১৮ জুলাই ০৪ ১৭:৪১:১০
বড়াল নদী পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সরকারের সচিব) ড. মুজিবুর রহমান হাওলাদার বুধবার দুপুরে চাটমোহরে বড়াল নদীর বর্তমান অবস্থা ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় কমিশনের সার্বক্ষনিক সদস্য মোঃ আলাউদ্দিন, কমিশনের অন্য সদস্যরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, সহকারী কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব ও বাপা’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য এস এম মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগরে বড়াল নদীর উপর নির্মাণাধীন ব্রিজ নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি দ্রুত ব্রিজ নির্মাণ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। চেয়ারম্যান বড়াল নদীর নতুন বাজার (খেয়াঘাট) ক্রস বাঁধ ও বোঁথর ঘাটে নির্মিত ব্রিজ পরিদর্শন করে বর্তমান অবস্থার খোঁজ খবর নেন। তিনি বড়াল মুক্ত করতে সকল পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।

চেয়ারম্যান বুধবার সকালে পাবনায় ইছামতি নদীর সার্বিক অবস্থা নিয়ে পাবনার প্রশাসন, জনপ্রতিনিধি ও অংশীজনের সাথে মতবিনিময় করেন। চেয়ারম্যান পরে নাটোরের উদ্দেশ্যে রওনা হন। এছাড়া চেয়ারম্যান মঙ্গলবার পাবনা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ইছামতি নদী পরিদর্শন করেন।

(এসএইচএম/এসপি/জুলাই ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test