E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৪ জুলাই প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ঈশ্বরদী-পাবনা ট্রেন চলাচল 

২০১৮ জুলাই ০৫ ১৫:৩৪:২১
১৪ জুলাই প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ঈশ্বরদী-পাবনা ট্রেন চলাচল 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : প্রকল্প গ্রহণের ৪৫ বছর পর আগামী ১৪ই জুলাই প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে  ঈশ্বরদী-পাবনা রুটে অবশেষে ট্রেন চলাচল শুরু হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর নেয়া এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিযে পাবনা বাসীর দীর্ঘদিনের ট্রেন চলাচলের স্বপ্ন পূরণ হতে চলেছে। 

আগামী ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি বসানোর কাজের অর্থাৎ ফাষ্ট কংক্রিট পোরিং ডেট বা এফসিডি কাজের উদ্বোধন করতে পাবনার ঈশ্বরদীতে আসবেন। পরে পাবনা পুলিশ লাইন মাঠে দুপুর ২টার দিকে জনসভার পূর্বে পাবনার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এখানেই ঈশ্বরদী-পাবনা রুটে রেলপথের উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক ঈশ্বরদী-পাবনা রেলপথ উদ্বোধনের বিষযটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর পাবনার কৃত্বি সন্তান ও বঙ্গবন্ধুর সহচর তদানিন্তন যোগাযোগ মন্ত্রী শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পাবনা বাসীর রেলপথের স্বপ্নের বিষযটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঈশ্বরদী-পাবনা হয়ে নগরবাড়ি পর্যন্ত রেলপথের প্রকল্প গ্রহন করে জমি অধিগ্রহণ করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনাবাসীর স্বপ্ন পূরণের জন্য প্রকল্পের কার্যক্রম শুরু করেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় নবাগত ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম জানান, ঈশ্বরদীর মাঝগ্রাম হতে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত ঈশ্বরদী-পাবনা রেল সেকশনে ২৫ কিলোমিটারে রেলপথের নির্মাণ প্রক্রিয়া, সেতু-কালভার্ট নির্মাণ, রেলগেট, রেলক্রসিং, ট্রেন চলাচলের সিগন্যাল ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত। মোট ৭৮ কিলোমিটার নতুন রেললাইন। অবশিষ্ঠ ৫৩ কিলোমিটার দ্বিতীয় ধাপে চলতি বছরের সেপ্টেম্বর মাসে শেষ হবে ।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী (ডিএন-২) আরিফ আহম্মেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে উদ্বোধনের পর প্রথম ট্রেনটি ‘পাবনা এক্সপ্রেস’ নামে চলবে। উদ্বোধনের সময় ইঞ্জিনসহ ৬টি বগি নিয়ে পাবনা হতে ঈশ্বরদী পর্যন্ত চলাচল করবে। এছাড়াও পরবর্তিতে পাবনা-রাজশাহীর মধ্যে চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, পাবনাবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। ট্রেন চলাচল শুরু হলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হবে।

ঈশ্বরদীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খায়রুল ইসলাম বলেন, এই রেলপথ চালু হলে উত্তরাঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপটের আমুল পরিবর্তন হবে। ব্যবসা-বাণিজ্যে গুণগত পরিবর্তন ঘটবে। রেলপথে পণ্য পরিবাহিত হলে স্বল্প খরচে এই অঞ্চলের উৎপাদিত ফসল দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া অত্যন্ত সহজ হবে। এতে এলাকার জনগণ কম সময়ে কম খরচে যাতায়াত করতে পারবে।

(এসকেকে/এসপি/জুলাই ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test