E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দর পতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মাববন্ধন

২০১৪ জুলাই ১৩ ১২:৩৫:৩২
দর পতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মাববন্ধন

স্টাফ রিপোর্টার : ক্রমাগত দর পতনের প্রতিবাদে রবিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সামনে মানববন্ধন কর্মসূচী পালন করছেন বিনিয়োগকারীরা। ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করছেন তারা।

পুঁজিবাজার রক্ষায় প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) অধিক প্রিমিয়াম বন্ধের দাবি জানিয়েছেন মানববন্ধন কর্মসূচীতে অংশ নেওয়া বিনিয়োগকারীরা। তারা ঘন ঘন আইপিও অনুমোদন বন্ধের দাবি জানিয়েছেন। আইপিও বাজারকে প্রাধান্য না দিয়ে নীতি নির্ধারকদের মূল বাজারকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তারা। ইস্যু ম্যানেজার ও নিরীক্ষা ফার্মের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি বিনিয়োগকারীরা। একইসঙ্গে পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রীর ব্যঙ্গ করা মন্তব্যের সমালোচনা করেছেন বিনিয়োগকারীরা।

পুঁজিবাজারকে স্থিতিশীল করতে না পারলে বিএসইসির বর্তমান কমিশনকে পদত্যাগ করার দাবি জানান ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ ও পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের নেতৃবৃন্দও অংশ নেন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের সভাপতি রুহুল আমীন বলেন, পুঁজিবাজার রক্ষা ও অর্থনীতিকে বাঁচাতে আমরা এ কর্মসূচী পালন করছি।

(ওএস/এইচআর/জুলাই ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test