E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর সহযোগিতায় নতুন গৃহ পাচ্ছেন ৯০ পরিবার

২০১৮ জুলাই ০৬ ১৭:০২:৫৮
আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রীর সহযোগিতায় নতুন গৃহ পাচ্ছেন ৯০ পরিবার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “একটি মানুষও গৃহহীন থাকবে না; আপনারা তালিকা দেন, আমি ঘর করে দেব।” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীনদের গৃহ নির্মাণের ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে আগৈলঝাড়ায় ৯০টি গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ৯০টি গৃহহীন পরিবার তাদের সদস্যদের নিয়ে বসবাসের জন্য একটি করে ঘর পাবেন। খোলা বারান্দাসহ চৌচালা টিনের নতুন পাকা ঘর বাবদ বরাদ্দ রয়েছে ১লাখ টাকা।

নির্বাহী কর্মকর্তা রাসেল আরও জানান, যার জমি আছে ঘর নেই; তার নিজ জমিতে এই প্রকল্পের গৃহ নির্মান করা হবে।

তিনি নীতিমালার কথা উল্লেখ করে বলেন, যার এক থেকে দশ শতক জমি রয়েছে কিন্তু বসবাসের ঘর নেই এমন ব্যক্তি বা ঘর আছে কিন্তু বসবাসের অনুপযোগী এমন দরিদ্র ব্যক্তিরাই প্রধানমন্ত্রীর অনুদানের এই ঘর পাবেন।

উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে ঘরগুলো নির্মান করা হবে। সেহিসেবে প্রতি ওয়ার্ডে দু’টি করে গৃহ নির্মাণ করা হবে। রড-সিমেন্টের নির্মিত খুঁটি, টিনের বেড়া, মেঝে পাকা ঘর নির্মাণ কাজের তদারকি করবেন ইউএনও নিজেই। উপজেলায় গৃহহীনদের পূর্বে তৈরী করা তালিকা থেকে প্রতি ওয়ার্ডে দু’টি করে দরিদ্র পরিবার নির্বাচন করা হবে। পূর্বের করা তালিকা থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি সর্বোপরী স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর শুপারিশ ক্রমে গৃহ নির্মান প্রকল্প বাস্তবায়ন করা হবে।

৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার কথা থাকলেও বৃষ্টির কারনে কাজের বিঘ্ন হওয়ায় প্রকল্প সম্পন্ন হতে একটু সময় লাগবে বলেও জানান তিনি।

(টিবি/এসপি/জুলাই ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test