E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উদ্বোধনের আগেই ঈশ্বরদী-পাবনা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের যন্ত্রাংশ চুরি

২০১৮ জুলাই ০৭ ১৫:২৬:০১
উদ্বোধনের আগেই ঈশ্বরদী-পাবনা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের যন্ত্রাংশ চুরি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী-পাবনা রুটে চলাচলের নিমিত্তে ১৪ই জুলাই প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য অপেক্ষামান ঈশ্বরদী-পাবনা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার হতে যন্ত্রাংশ চুরি হযেছে। 

সার্বক্ষণিক রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাহারার মধ্যে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন ইয়ার্ডে পাওয়ার কার হতে চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া এসব সামগ্রির মধ্যে রয়েছে মূল্যবান চারটি ব্যাটারি, তেল, সুইচ, ক্যাবল ইত্যাদি। চুরির বিষযটি রেলওয়ের পাকশী বিভাগের ম্যানেজার (ডিআরএম) নাজমুল ইসলাম ইত্তেফাককে নিশ্চিত করেছেন।

রেলওযের ঈম্বরদী ক্যারেজ সূত্র জানান, রেলওয়ে কর্মচারীরা ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়ের ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে থাকা পাওয়ার কার খুলে শুক্রবার সকালে ভেতরে প্রবেশ করলে এ ঘটনা দেখতে পান । তবে কখন-কিভাবে চুরি হয়েছে কেউই তা বলতে পারছেন না। এই পাওয়ার কারটি আগামী ১৪ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পর ঈশ্বরদী-পাবনা-রাজশাহী রুটে চলাচলের জন্য ‘পাবনা এক্সপ্রেসে’ সংযোজনের জন্য প্রস্তুত করা হচ্ছিল।

ঘটনা জানাজানি হওয়ার পর বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী প্রদীপ কুমার সাহা, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মৃণাল কান্তি সেন, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ হাসানুজ্জামান, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) ময়েন উদ্দিন সরকার, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খাইরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খাইরল ইসলাম জানান, আগামী ১৪ জুলাই পাবনা-ঈশ্বরদী- রাজশাহী রুটে ‘পাবনা এক্সপ্রেস’ নামে এই ট্রেনটি উদ্বোধনের পর চলাচল করবে। ওই ট্রেনে সংযোজনের আগে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের ইয়ার্ডে পাওয়ার কারের কোনো যান্ত্রিক ক্রটি আছে কি-না তা দেখার জন্য ঈশ্বরদীস্থ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয় ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে যান। এদের মধ্যে ঈশ্বরদী রেলওয়ে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোর ইনচার্জ গোলাম হাক্কানী, বৈদ্যুতিক উপ-কেন্দ্র ঈশ্বরদী শাখার ইনচার্জসহ রেলওয়ে কর্মচারীরা ছিলেন। সেখানে সিলগালা করা পাওয়ার কারের ৫৪০১ নং কোচের দরজা খুলে ভেতরে গিয়ে তারা চুরির দৃশ্য দেখতে পান। চোরেরা পাওয়ার কারের মূল্যবান ১২০ এম্পিয়ার ভোল্টের ৪টি ব্যাটারি, ১৯৯ লিটার তেল, সুইচ, বৈদ্যুতিক ক্যাবলসহ মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। যার মূল্য লক্ষাধিক টাকা। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ঈশ্বরদী রেলওয়ে জংশনে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ ইন্সপেক্টর এ কে এম তৌফিকুর রহমান বলেন, পাওয়ার কারের সিলগালা ভেঙে ভেতরে প্রবেশের সময় আমাদের কোনো সদস্যকে ডাকা হয়নি। এর দায়ভার আরএনবি সদস্যদের নয়।

এ ঘটনার জন্য রেলওয়ের পাকশী বিভাগের ম্যানেজার (ডিআরএম) নাজমুল ইসলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্বরত কর্মচারীর গাফিলতিকে দায়ী করে জানান, নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে।

(এসকেকে/এসপি/জুলাই ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test