E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে তিন দিনব্যাপী চারু-কারু প্রদর্শনীর উদ্বোধন

২০১৮ জুলাই ০৭ ২৩:৪২:৫৮
চাটমোহরে তিন দিনব্যাপী চারু-কারু প্রদর্শনীর উদ্বোধন

শামীম হাসান মিলন, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহরে শিশুদের উদ্বুদ্ধ করতে প্রথমবারের মতো শুক্রবার বিকেলে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শিশু শিক্ষার্থীদের চিত্রকর্ম প্রদর্শিত ছাড়াও ব্যতিক্রমী অভিভাবকদের চিত্রকর্ম ও হাতে তৈরি শিল্পকর্ম এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।

পৌর সদরের শাহী মসজিদ সংলগ্ন শিল্পী সমাজী চিত্রাঙ্গনে তিনদিন ব্যাপী চারু ও কারু প্রদর্শনীর উদ্বোধন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল। সেখানে চারু শিল্পী সঞ্জয় কুমার দাস মানিক ও তার শিশু শিক্ষার্থীদের চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু থেকে নবম শ্রেণীর ২১৩ জন শিশুর আঁকানো ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। শুধু তাই নয় অভিভাবকদেরও চিত্রকর্ম ও হাতে তৈরি শিল্পকর্ম এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে। এতে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা যাচ্ছে। শিশু সন্তান এবং তাদের অভিভাবকদের মিলন মেলায় মুখরিত হয়েছে উঠেছে শিল্পী সমাজী চিত্রাঙ্গন প্রাঙ্গণ।

দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পৌর কাউন্সিলর নূর-ই হাসান খান ময়না, চারুশিল্পী মিলন রব। এ সময় চাটমোহর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফজলুর রহমান, হোসনেআরা হাসি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চারু শিল্পী সঞ্জয় কুমার দাস মানিক বলেন, এ ধরনের আয়োজনের মধ্যে দিয়ে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা উৎসাহিত হবে। আগামী দিনের প্রতিভা বিকশিত হবে। বিশেষ করে শিশুরা সংস্কৃতি চর্চার মধ্যে সময় অতিবাহিত করলে বিপদগামী হবে না। রবিবার চিত্রকর্ম প্রদর্শনীর শেষ হবে।

(এসএইচএম/এসপি/জুলাই ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test