E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের নির্মাণের জন্য বায়রার লাইসেন্স প্রদান

২০১৮ জুলাই ০৯ ১৫:৩৭:২৭
রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের নির্মাণের জন্য বায়রার লাইসেন্স প্রদান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) রুশ নকশা অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে লাইসেন্স প্রদান করেছে। এই লাইসেন্সের মাধ্যমে নির্মিতব্য ইউনিটের নকশাটির নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। রবিবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই লাইসেন্স হস্তান্তর করা হয়েছে বলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর নিশ্চিত করেছেন।

রাশিয়ার এটমস্ত্রইএক্সপোর্ট (এএসই) ইঞ্জিনিয়ারিং কোম্পানী জেনারেল কন্ট্রাকটর হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ প্রকল্পে কাজ বাস্তবায়ন করছে।

এএসই গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট ভ্যালেরি লিমারেনকা জানান, ‘জেনারেল কন্ট্রাক্টর হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সম্পর্কিত সকল দায়িত্ব পালন করছে এএসই ইঞ্জিনিয়ারিং কোম্পানী। প্রথম এনার্জি ইউনিটের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। ১৪ই জুলাই দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর ভবনের উদ্বোধনের ভিত্তিতে প্রথম কনক্রিট ঢালাইয়ের প্রস্তুতি চলছে।’

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পারমাণবিক চুল্লির প্রথম ইউনিটের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২০১৭ সালের ৩০শে নভেম্বর। বর্তমানে রিয়্যাক্টর ভবনের দেয়ালের নির্মাণ ও রেইনফোর্সমেন্ট এবং সহায়ক রিয়্যাক্টর ভবনের ফাউন্ডেশন স্ল্যাবের কাজ চলছে। প্রথম এনার্জি ইউনিটের কুলিং টাউয়ারের ভিত্তির মাটির স্ট্যাবিলাইজেশনসহ অন্যান্য কাজও শুরু হয়েছে। ২০১১ সালের ২ নভেম্বর বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতা সংক্রান্ত রাশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে রসাটম রাষ্ট্রীয় কর্পোরেশনের প্রকৌশল শাখা এএসই গ্রুপ অব কোম্পানীজের অধিনস্থত প্রতিষ্ঠান এটমস্ত্রইএক্সপোর্ট বিদ্যুৎ প্রকল্পটি নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়েছে।

জানা যায়, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর জেনারেল কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয়। এর অধীনে ঢাকা থেকে ১৬০ কিলোমিটার দূরে পদ্মা তীরবর্তী রূপপুরে দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মিত হবে। প্রতিটি ইউনিটে থাকবে একটি করে ১২০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ভিভিইআর রিয়্যাক্টর।

এটমস্ত্রইএক্সপোর্ট বিদ্যুৎ ইউনিট গুলোর নকশা প্রণয়ন, নির্মাণ ও কমিশনিং সংক্রান্ত দায়িত্ব পালন করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ভিভিইআর-১২০০ প্রযুক্তির রিয়্যাক্টরভিত্তিক রুশ নকশা নির্বাচন করা হয়েছে। এর প্রোটোটাইপ বর্তমানে রাশিয়ার নভোভারনেঝ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-২ এ চালু রয়েছে। ৩+ প্রজন্মের এই বিবর্তনমূলক নকশাটি আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদার সম্পূর্ণরূপে পূরণ করতে সক্ষম।

রসাটম সূত্র জানায়, রুশ পরমাণু শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানী যেমন- ‘এএসই’, ‘এটমস্ত্রইএক্সপোর্ট’, ‘এটমএনার্গোপ্রয়েক্ট’ এবং ‘এটমপ্রয়েক্ট’এর একত্রিভূতকরণের মাধ্যমে রুশ রাষ্ট্রীয় কর্পোরেশন রসাটমের প্রকৌশল বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে এএসই গ্রুপ অব কোম্পানীজ। প্রকৌশল ব্যবসায় বিশ্বের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে এটি সমধিক পরিচিত। বিশ্বের ৩১% পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ করছে প্রতিষ্ঠানটি। ১৫টি দেশে এর শাখা, প্রতিনিধি ও অপারেশনাল অফিস রয়েছে। কোম্পানীটির সমস্ত কার্যাদেশের ৮০ শতাংশের উৎস বিশ্বের অন্যান্য দেশ।

(এসকেকে/এসপি/জুলাই ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test