E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে ইত্তেফাকের ভূমিকা অপরিসীম : ভূমিমন্ত্রী 

২০১৮ জুলাই ১২ ১৬:১৭:৪১
বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে ইত্তেফাকের ভূমিকা অপরিসীম : ভূমিমন্ত্রী 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, ‘এদেশে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে দৈনিক ইত্তেফাকের ভূমিকা ছিল অপরিসীম। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৫২ হতে শুরু করে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে মরহুম তোফজ্জল হোসেন মানিক মিঞা, জহুর হোসেন চৌধুরীর মতো সাংবাদিকদের লেখনী বাঙালি জাতির মুক্তি সংগ্রাম ত্বরান্বিত করেিেছল। মানিক মিঞার মতো সাংবাদিকদের প্রতি বাঙালি জাতি চিরদিন কৃতজ্ঞ থাকবে।’

বুধবার রাতে ভূমিমন্ত্রীর ঈশ্বরদীর বাসভবনে আগামী ১৪ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় কালে পাবনা জেলা আওযামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শরীফ এসব কথা বলেন।

মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে যে অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড ঈশ^রদীতে সংঘঠিত হয়েছে সেসব লেখনির মাধ্যমে সংবাদপত্রে প্রকাশের জন্য মন্ত্রী সাংবাদিকদের আহব্বান জানান। মন্ত্রী শরীফ আরো বলেন, ঈশ্বরদীসহ পাবনা জেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হয়েছে। ঈশ্বরদীর গ্রামাঞ্চলের পাকা ছাড়া একটি কাঁচা রাস্তাও খুঁজে পাওয়া যাবে না। সাঁড়া এলাকায় পদ্মা নদীতে বাঁধ নির্মাণ হওয়ায় দীর্ঘদিনের সমস্যা দূরীভূত হয়েছে।

এখানকার কৃষি, শিক্ষা ও মানুষের অর্র্থনৈতিক উন্নতি এবং সাফল্যের বর্ণনা দিয়ে মন্ত্রী আরো বলেন, এখনও আমার আনেক স্বপ্ন রযেছে। ঈশ্বরদী হাসপাতাল ১০০ বেডে উন্নিত করণ, বিমানবন্দর চালু, উত্তরবঙ্গ কাগজ কল চালু, ঈশ্বরদী জংশন ষ্টেশন রি-মডেলিং, রেলগেট এলাকায় আন্ডারপাস বা প্লাইওভার নির্মাণের –স্বপ্ন বাস্তবায়নের জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানিযেছেন।

মতবিনিময় সভায় ঈশ্বরদীর বিভিন্ন স্থানীয় পত্রিকার সম্পাদক, জাতীয় দৈনিকের সাংবাদিক এবং ঈশ্বরদী প্রেসক্লাবের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/জুলাই ১২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test