E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘুষ বাণিজ্যের অভিযোগে দুই পুলিশ সদস্য ক্লোজড

২০১৮ জুলাই ১৩ ১৫:৩৮:৪১
ঘুষ বাণিজ্যের অভিযোগে দুই পুলিশ সদস্য ক্লোজড

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নগরীর কোতয়ালী মডেল থানার এসআই ও বকশীর ঘুষ বাণিজ্যের একটি গোপন ভিডিওচিত্র প্রকাশ পাওয়ায় বৃহস্পতিবার রাতে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন কোতোয়ালী মডেল থানার এসআই দীপায়ন বড়াল ও থানার বকশী সুশান্ত। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ মোঃ আওলাদ হোসেন মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই দীপায়ন ও বকশী সুশান্তকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নগরীর সাগরদী এলাকার বাসিন্দা কামাল হোসেন জানান, একই এলাকার ইব্রাহিম মানিক চলতি বছরের ২৮ মার্চ বরিশাল আদালতে তাকেসহ ছয়জনকে অভিযুক্ত করে একটি মারামারির ঘটনায় মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহারভূক্ত করার জন্য কোতোয়ালী মডেল থানার ওসিকে আদেশ দেন। পরবর্তীতে থানা থেকে এই মামলাটির তদন্তভার এসআই দীপায়নকে দেয়ার পর শুরু হয় নাটকীয়তা। ওই কর্মকর্তা সম্প্রতি তাকে (কামাল) জানিয়ে দেন আদালতে তাদের অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে।

এরইমধ্যে গত ১১ জুলাই এসআই দীপায়নের সাথে আতাত করে থানার বকশী সুশান্ত নগরীর একটি রেস্তোরাঁয় বসে মামলা থেকে তাদের রক্ষা করার জন্য জনপ্রতি ১২ হাজার টাকা করে ঘুষ দাবি করেন। বিষয়টি গোপন ক্যামেরায় ভিডিও করা হয়। পরবর্তীতে বিষয়টি জানিয়ে তিনি (কামাল হোসেন) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে এসআই ও বকশীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

(টিবি/এসপি/জুলাই ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test