E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ‘প্রথম কনক্রিট’ ঢালাই শুরু 

২০১৮ জুলাই ১৪ ১৪:১৯:৫০
রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ‘প্রথম কনক্রিট’ ঢালাই শুরু 

প্রবীর সাহা, পাবনা : ঈশ্বরদীদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ইউনিট নং-২ এর রিয়্যাক্টর ভবনের ভিত্তিতে প্রথম কনক্রিট ঢালাইয়ের মাধ্যমে মূল পর্বের নির্মাণ কাজের সূচনা হলো। চলতি মাসে ৮ জুলাই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে ২ নং ইউনিট নির্মাণের জন্য প্রয়োজনীয় ডিজাইন ও কনস্ট্রাকশন লাইসেন্স প্রদান করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিকী প্রথম কনক্রিট ঢালাই করেন। রুশ সরকারের প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স বিষয়ক উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ, আলেক্সান্ডার লকশিন, রসাটম ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেন্স ম্যানেজমেন্ট)সহ অন্যান্য গণমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

আলেক্সান্ডার লকশিন বলেন, “আট মাস পূর্বে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১নং ইউনিটের প্রথম কনক্রিট ঢালাই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। বাংলাদেশ এবং রাশিয়ার টিমওয়ার্কের ফলশ্রুতিতে প্রকল্পের কাজ শিডিউল অনুযায়ী এগিয়ে চলছে।”

তিনি আরো বলেন, “বিদ্যুৎ প্রকল্পটির নির্মাণ কাজে আমরা যথাসম্ভব বেশি সংখ্যক বাংলাদেশী প্রতিষ্ঠান ও লোকবল যুক্ত করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে যথেষ্ট প্রাণ সঞ্চার হয়েছে।”

তিনি আরো বলেন যে, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার ব্যাপারে আমরা আশাবাদী।”

রূপপুর প্রকল্পের ডিজাইন ও নির্মাণ কাজ সম্পাদন করছে রসাটম ইঞ্জিনিয়ারিং ডিভিশন- এটমস্ত্রইএক্সপোর্ট অন্যদিকে রসাটমের মেশিন বিল্ডিং ডিভিশন- এটমএনাগোমাস রিয়্যাক্টর আইল্যান্ডের জন্য প্রয়োজনীয় সকল যন্ত্রপাতিসহ টার্বাইন আইল্যান্ডের জন্য সহায়ক যন্ত্রপাতি সরবরাহ করছে। রসাটমের বিভিন্ন ডিভিশন রিয়্যাক্টর ভেসেল, বাষ্প জেনারেটর, পাম্প, হিট-এক্সচেঞ্জ এবং অন্যান্য যন্ত্র ও সরঞ্জাম তৈরীর দায়িত্বে রয়েছে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বর্তমানে রুশ ডিজাইনের ৮টি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। ভারতের কুদানকুলাম প্রকল্পে ইতোমধ্যে ২টি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করছে, নির্মাণাধীন রয়েছে আরো ২টি এবং অন্য ২টির প্রস্তুতি পর্বের কাজ চলছে। ভারতের অন্য একটি সাইটেও রুশ সহায়তায় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ পরিকল্পনাধীন আছে।

দক্ষিণ এশিয়ায় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে রাশিয়ার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। বিভিন্ন আবহাওয়া ও ভৌগলিক অবস্থানে উচ্চ- প্রযুক্তির অত্যন্ত জটিল প্রকৌশল স্থাপনা নির্মাণে রাশিয়ার রয়েছে বহুদিনের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ২টি ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে ২৪০০ মেগাওয়াট এবং এখানে থাকবে প্রতিটি ১২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২টি ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর। রসাটমের ইঞ্জিনিয়ারিং ডিভিশন এটমস্ত্রয়এক্সপোর্ট প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছে। ৩+ প্রজন্মের ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর বর্তমানে রাশিয়ার নভোভারনেঝ বিদ্যুৎ প্রকল্পের ১নং ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন করছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন- রসাটম বিশ্বে প্রযুক্তির ক্ষেত্রে শীর্ষস্থানীয়। পরমাণু শক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গ্লোবল লিডার। বিশ্বে ১১টি দেশে ৩৫টি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণের কৃতীত্ব রয়েছে রসাটমের। এটি রাশিয়ার সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কোম্পানী। রাশিয়ার মোট বিদ্যুৎ উৎপাদনের ১৮.৯ শতাংশ সরবরাহ করে এই প্রতিষ্ঠান। দেশের বাইরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রতিষ্ঠানটির স্থান বিশ্বে ১ নম্বরে, ইউরেনিয়াম রিজার্ভের ক্ষেত্রে দ্বিতীয় এবং ইউরেনিয়াম মাইনিংয়ের ক্ষেত্রে চতুর্থ। বিশ্বে মোট পারমাণবিক জ্বালানীর ১৭ শতাংশ করে রসাটম।

রসাটমের প্রকৌলশ বিভাগ- এটমস্ত্রয়এক্সপোর্ট (এএসই) এর দখলে রয়েছে বিশ্বের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ বাজারের ৩১ শতাংশ। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ ছাড়াও পারমাণবিক বর্জ্য, স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল স্থাপনা নির্মাণ ও ব্যবস্থাপনা, তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ বিভিন্ন জটিল প্রকৌশল স্থাপনা নির্মাণে পূর্ণ সেবা প্রদান করে থাকে প্রতিষ্ঠানটি।

(পিএস/এসপি/জুলাই ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test