E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নালিতাবাড়ীতে আনন্দ স্কুল শিক্ষকদের মানববন্ধন

২০১৪ জুলাই ১৩ ১৯:৪৫:৩৬
নালিতাবাড়ীতে আনন্দ স্কুল শিক্ষকদের মানববন্ধন

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রিচিং আউট অব চিলড্রেন স্কুল-রস্ক প্রকল্পের শিক্ষকদের নিয়োগপত্র প্রাপ্তি ও ব্যাংক হিসাব খোলার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন আনন্দ স্কুলের শিক্ষকরা।

রবিবার বিকেলে উপজেলা পরিষদের সামনের রাস্তায় মানববন্ধন শেষে দ্রুত কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপিও প্রদান করেছেন।

মানবন্ধনে অংশ নেওয়া আনন্দ স্কুলের শিক্ষকরা জানান, নালিতাবাড়ী উপজেলায় রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের মাধ্যমে দুই ধাপে ১২২টি স্কুল স্থাপন করা হয়। দ্বিতীয় ধাপে শিক্ষক নিয়োগে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রফিকের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে গত ২৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শিক্ষকদের ব্যাংক হিসাব খোলা বন্ধ রাখা হয়। ফলে চার মাস ধরে ঝুলে আছে আনন্দ স্কুলের কার্যক্রম। নিয়োগপত্র ছাড়াই বিনা বেতনে ঘর ভাড়া করে কেন্দ্র খুলে আনন্দ স্কুলের কার্যক্রম চালিয়ে আসছেন শিক্ষকরা।

বিষয়টি নিয়ে এর আগে কয়েক দফায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানালেও কার্যকরী কোন পদক্ষেপ না নেওয়া হয়নি। তাই নিয়োগপত্র প্রাপ্তি ও ব্যাংক হিসাব খোলার দাবীতে রবিবার উপজেলা পরিষদের সন্মুখে শিক্ষকরা মানববন্ধন কর্মসূচী পালন করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর রফিক জানান, শিক্ষকদের ব্যাংক হিসাব বন্ধ রাখার এখতিয়ার ইউএনও স্যারের নেই। তিনি নিষেধ করায় ব্যাংক কর্মকর্তারা হিসাব খুলতে গড়িমশি করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা আইরিন বলেন, দ্বিতীয় ধাপে শিক্ষকদের কিভাবে মনোনিত করা হয়েছে তা আমার জানা নেই। সংশ্লিষ্ট এনজিও ও শিক্ষা কর্মকর্তা ভাল বলতে পারবেন। তাই হিসাব বন্ধ রাখা হয়েছে।


(এইচবি/এটিআর/জুলাই ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test